ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পাহাড়ি টিলা কাটছে মাটিখেকোরা, জীব বৈচিত্র্য হুমকির মুখে “কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ” চট্টগ্রামের উন্নয়নে তিন খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন মেয়র রেজাউল বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে শ্রমিকেরা। গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদে প্রাইভেটকার, নিহত ৩ সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০ ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার, প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার প্রথম দিনেই রোগী দেখে সবার মন জয় করেলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল

হরিণাকুণ্ডুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মাতৃভূমির খবর ডেস্কঃ  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশা শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলিয়ার মোড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

আরো পড়ুন: তিন বছরে ২০ কোটি টাকা জব্দ করেছে দুদক: ইকবাল মাহমুদ

নিহত বাদশা ওই উপজেলার জোড়াপুকুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশেরও দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের ভাষ্যমতে, জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বাদশাহ তাঁর লোকজন নিয়ে মেহগনি বাগানে গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ও তাঁর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বাদশা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, এ ঘটনায় পুলিশের এসআই সোরোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাদশার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় সাতটি হত্যা ও দুইটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানান ওসি।

Tag :

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে পাহাড়ি টিলা কাটছে মাটিখেকোরা, জীব বৈচিত্র্য হুমকির মুখে

হরিণাকুণ্ডুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট টাইম ০৯:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

মাতৃভূমির খবর ডেস্কঃ  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশা শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলিয়ার মোড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

আরো পড়ুন: তিন বছরে ২০ কোটি টাকা জব্দ করেছে দুদক: ইকবাল মাহমুদ

নিহত বাদশা ওই উপজেলার জোড়াপুকুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশেরও দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের ভাষ্যমতে, জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বাদশাহ তাঁর লোকজন নিয়ে মেহগনি বাগানে গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ও তাঁর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বাদশা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, এ ঘটনায় পুলিশের এসআই সোরোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাদশার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় সাতটি হত্যা ও দুইটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানান ওসি।