ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে তৃনমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দনাইশে চট্টগ্রাম দক্ষিণ জেলা নিকাহ্ রেজিষ্ট্রার ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্টিত বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ কতৃৃক শেখ হাসিনাতেই আস্থা” শীর্ষক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া মনস্ক প্রজন্ম গঠনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ভূমিকা রাখছে- আ জ ম নাছির উদ্দীন টাঙ্গাইলে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত বাকেরগঞ্জে বিভিন্ন দলের শতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান। টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে নৌকায় ভোট দিন : আব্দুল হাফিজ মল্লিক।। মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে “বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী”

সাবেক প্রেমিকাকে নিয়ে সালমানের রেকর্ড

রেস থ্রি’ ছবির ব্যর্থতা এখনো তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্য তিনি এখনো উপভোগ করছেন। জানা গেছে, এই ছবির ‘সোয়াগ সে স্বাগত’ গানটি এরই মধ্যে ৬০ কোটি ২৫ লাখবার দেখা হয়েছে। আর এর ফলে গানটি এখন ভারতের চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কারণ, এটি একটি রেকর্ড। গানটি ইউটিউবে এসেছে গত বছর ২০ নভেম্বর। এরপর ৩০৯ দিনে গানটি এই রেকর্ড করেছে। এর আগে এই সময়ে চলচ্চিত্রের আর কোনো গান এতবার নাকি দেখা হয়নি।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। গানটির গীতিকার ইরশাদ কামিল, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

‘সোয়াগ সে স্বাগত’ গানে কী আছে? অনেকের মতে, ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সৌন্দর্য আর বলিউডের ভাইজান সালমান খানের অন্য রকম পারফরম্যান্স ‘সোয়াগ সে স্বাগত’ গানকে আরও জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া বিশাল দাদলানি ও নেহা বাসিনের কণ্ঠের জাদু সবার মন জয় করেছে। এই ছবির মাধ্যমে বলিউডের ভাইজান আর তাঁর সাবেক প্রেমিকাকে কয়েক বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে। পর্দায় তাঁদের রসায়ন এক কথায় জমে ক্ষীর।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খান‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খানআলী আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির বাজেট ছিল ৭৫ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির বাজেট ১৫০ কোটি রুপি। তবে এর মধ্যে সালমান খানের পারিশ্রমিক ধরা হয়নি। মুক্তি পাওয়ার চার দিনের মধ্যেই ছবির পুরো লগ্নি ফেরত পান প্রযোজক। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি এখন ৩০০ কোটি রুপি ক্লাবের সদস্য।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে তৃনমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান

সাবেক প্রেমিকাকে নিয়ে সালমানের রেকর্ড

আপডেট টাইম ১২:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

রেস থ্রি’ ছবির ব্যর্থতা এখনো তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্য তিনি এখনো উপভোগ করছেন। জানা গেছে, এই ছবির ‘সোয়াগ সে স্বাগত’ গানটি এরই মধ্যে ৬০ কোটি ২৫ লাখবার দেখা হয়েছে। আর এর ফলে গানটি এখন ভারতের চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কারণ, এটি একটি রেকর্ড। গানটি ইউটিউবে এসেছে গত বছর ২০ নভেম্বর। এরপর ৩০৯ দিনে গানটি এই রেকর্ড করেছে। এর আগে এই সময়ে চলচ্চিত্রের আর কোনো গান এতবার নাকি দেখা হয়নি।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। গানটির গীতিকার ইরশাদ কামিল, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

‘সোয়াগ সে স্বাগত’ গানে কী আছে? অনেকের মতে, ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সৌন্দর্য আর বলিউডের ভাইজান সালমান খানের অন্য রকম পারফরম্যান্স ‘সোয়াগ সে স্বাগত’ গানকে আরও জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া বিশাল দাদলানি ও নেহা বাসিনের কণ্ঠের জাদু সবার মন জয় করেছে। এই ছবির মাধ্যমে বলিউডের ভাইজান আর তাঁর সাবেক প্রেমিকাকে কয়েক বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে। পর্দায় তাঁদের রসায়ন এক কথায় জমে ক্ষীর।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খান‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খানআলী আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির বাজেট ছিল ৭৫ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির বাজেট ১৫০ কোটি রুপি। তবে এর মধ্যে সালমান খানের পারিশ্রমিক ধরা হয়নি। মুক্তি পাওয়ার চার দিনের মধ্যেই ছবির পুরো লগ্নি ফেরত পান প্রযোজক। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি এখন ৩০০ কোটি রুপি ক্লাবের সদস্য।