ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত –রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। হবিগঞ্জে এসএসসিতে ফেল করায় ৩ জনের বিষপান কিশোরী নিহত বিসিক কলাবাগানে ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে আগুনে ৯ ঘর পুড়ে ছাই হয়ে যায় চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভায় চেয়ারম্যান খলিলুর রহমান

শ্বশুরবাড়ির রাস্তাও করে দেবেন পরিকল্পনামন্ত্রী

বাড়িতে যাওয়ার রাস্তা ভালো না হলে তা সংস্কার ও প্রশস্ত করে দিতে পারবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, নিজের বাড়ির রাস্তা ভালো, কিন্তু শ্বশুর বাড়ির খারাপ, সেটাও তিনি ভালো করে দিতে পারবেন।

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুস্তফা কামাল।

অনুষ্ঠানে ৩৪ মিনিটের বক্তব্যে সরকারের উন্নয়নের চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। ২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশের ওপরে। চলতি অর্থবছর শেষে এটা ৮ দশমিক ২৫ শতাংশে দাঁড়াবে।’ তিনি বলেন, আগামী পাঁচ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৯ শতাংশে রাখা এবং পাঁচ বছরে ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সরকারের। সব মিলিয়ে সরকার বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে চায়।

বক্তব্যের শেষ দিকে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার অনেক বন্ধুবান্ধব। তারা আমার কাছে আসে না কেন জানি না। মনে হয় এলাকা দূর হয়ে যায়। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে তাদের সাহায্য করতে পারব না। একটা কাজ করতে পারব, বাড়িতে যাওয়ার জন্য রাস্তা যদি সুন্দর না থাকে, প্রশস্ত না থাকে, আমি সেটা করে দিতে পারব। যার যার নিজের বাড়ির রাস্তা ঠিক আছে, শ্বশুর বাড়ির রাস্তা ঠিক নেই, সেটাও করে দিতে পারব।’ মন্ত্রী বলেন, ‘আমি সেতু ও কালভার্ট নির্মাণ করে দিতে পারব। বিদ্যুৎ দিতে পারব। গ্রামের যে বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেখানে ভবন করে দিতে পারব। আসলে খালি হাতে আসবেন, খালি হাতে ফিরবেন না। আপনাদের খিচুড়িও খাওয়াব।’

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সভাপতি কাজী মো. আমিনুল ইসলাম, বিজিসিসিআইয়ের সভাপতি ওমর সাদাত প্রমুখ বক্তব্য দেন। ওমর সাদাত বলেন, অবকাঠামো, জমি, মূলধনের ঘাটতি, দক্ষ জনশক্তির অভাব, গ্যাসের সমস্যা ইত্যাদির কারণে দেশে পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আসছে না।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু।

শ্বশুরবাড়ির রাস্তাও করে দেবেন পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম ১২:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮

বাড়িতে যাওয়ার রাস্তা ভালো না হলে তা সংস্কার ও প্রশস্ত করে দিতে পারবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, নিজের বাড়ির রাস্তা ভালো, কিন্তু শ্বশুর বাড়ির খারাপ, সেটাও তিনি ভালো করে দিতে পারবেন।

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুস্তফা কামাল।

অনুষ্ঠানে ৩৪ মিনিটের বক্তব্যে সরকারের উন্নয়নের চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। ২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশের ওপরে। চলতি অর্থবছর শেষে এটা ৮ দশমিক ২৫ শতাংশে দাঁড়াবে।’ তিনি বলেন, আগামী পাঁচ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৯ শতাংশে রাখা এবং পাঁচ বছরে ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সরকারের। সব মিলিয়ে সরকার বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে চায়।

বক্তব্যের শেষ দিকে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার অনেক বন্ধুবান্ধব। তারা আমার কাছে আসে না কেন জানি না। মনে হয় এলাকা দূর হয়ে যায়। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে তাদের সাহায্য করতে পারব না। একটা কাজ করতে পারব, বাড়িতে যাওয়ার জন্য রাস্তা যদি সুন্দর না থাকে, প্রশস্ত না থাকে, আমি সেটা করে দিতে পারব। যার যার নিজের বাড়ির রাস্তা ঠিক আছে, শ্বশুর বাড়ির রাস্তা ঠিক নেই, সেটাও করে দিতে পারব।’ মন্ত্রী বলেন, ‘আমি সেতু ও কালভার্ট নির্মাণ করে দিতে পারব। বিদ্যুৎ দিতে পারব। গ্রামের যে বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেখানে ভবন করে দিতে পারব। আসলে খালি হাতে আসবেন, খালি হাতে ফিরবেন না। আপনাদের খিচুড়িও খাওয়াব।’

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সভাপতি কাজী মো. আমিনুল ইসলাম, বিজিসিসিআইয়ের সভাপতি ওমর সাদাত প্রমুখ বক্তব্য দেন। ওমর সাদাত বলেন, অবকাঠামো, জমি, মূলধনের ঘাটতি, দক্ষ জনশক্তির অভাব, গ্যাসের সমস্যা ইত্যাদির কারণে দেশে পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আসছে না।