ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।। “শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে” “সিটি গ্রুপ নারী কাবাডি লিগে পুলিশ চ্যাম্পিয়ন” গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই : কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন মতলবে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে খোলা আকাশে নিচে বসবাস দক্ষ সেবিকা ও ল্যাব টেকনিশিয়ান বাড়লে স্বাস্থ্যসেবা বাড়বে “বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা এর (২০২৪ -২৫ )সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন “

শাকিবের নোলক-এ থাকছেন রাহাই

পরিচালকের কাছ থেকে ‘নোলক’ সিনেমা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। পরিচালক রাশেদ রাহার হাত থেকে ছুটে যাচ্ছিল তাঁর পরিচালিত প্রথম ছবি ‘নোলক’। সিংহভাগ কাজ শেষ করার পর পরিচালক বদলে ফেলার পাঁয়তারা করছিলেন প্রযোজক সাকিব ইরতেজা। প্রযোজক সাকিব সনেট নিজেই পরিচালকের চেয়ারে বসে পড়েছিলেন। ভারতের হায়দরাবাদে কয়েক দিনের শুটিংও করেছেন। কিন্তু পরিচালক আর হতে পারছেন না তিনি।

গত বছরের ডিসেম্বরের পুরোটা সময় ভারতের হায়দরাবাদে রাশেদ রাহার নেতৃত্বে ‘নোলক’ ছবির শুটিংয়ে অংশ নেন শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ আরও অনেকে।

পরিচালক তখন জানিয়েছিলেন, ‘নোলক’ ছবিতে আর মাত্র দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং বাকি রয়েছে। চার-পাঁচ দিন শুটিং হলেই পুরো ছবির কাজ শেষ হবে। কিন্তু দীর্ঘ বিরতির পর যখন শুটিং শুরু হয়, তখন প্রযোজক সাকিব ইরতেজা পরিচালকের আসনে বসেন। সেই লটের শুটিং করতে কলকাতায় মৌসুমী, ওমর সানি, ববি, তারিক আনাম খান খান, রূপসজ্জাশিল্পী মানিকসহ আরও অনেককে নিয়ে যান। অনিয়ম দেখে ছবির প্রধান নায়ক শাকিব খান শুটিংয়ে অংশ নেননি।

রাশেদ রাহা তাঁর অজান্তে ‘নোলক’ ছবির শুটিংয়ের খবর জানতে পেরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি লেখেন, প্রযোজক তাঁর পরিচালনায় নির্মিত ছবিটি ছিনতাইয়ের চেষ্টা করছেন। বিষয়টিতে প্রথম আলোর কাছে ক্ষোভ জানিয়ে রাশেদ রাহা বলেন, ‘একজন পরিচালকের কাছে তাঁর সৃষ্টি হচ্ছে সন্তানের মতো। সেই সন্তান লালন-পালন করে বড় করার পর প্রযোজক তাঁর ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান! এটা তো ছিনতাই ছাড়া আর কিছুই না।’

এদিকে ‘নোলক’ ছবির পরিচালক কে হবেন, তা নিয়ে আজ বুধবার পরিচালক সমিতি পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব ইরতেজাকে তলব করে। পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতাদের উপস্থিতিতে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, ‘নোলক’ ছবির পরিচালক হিসেবে রাশেদ রাহাই থাকবেন। আগামী শনিবার এ বিষয়ে লিখিত সিদ্ধান্ত হবে বলেও জানান রাশেদ রাহা।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। শুরু থেকে আমরা অবগত যে, “নোলক” ছবির পরিচালক রাশেদ রাহা। তিনি মহরত থেকে শুরু করে ২৮ দিন শুটিং করেছেন। শুনেছি ছবির সিংহভাগ কাজও শেষ। এখন কেউ এসে হঠাৎ করে চাইলেই তো আর ছবির পরিচালক বদলে ফেলতে পারেন না। যদি পরিচালক রাশেদ রাহা নিজে চাইতেন তাহলে সেটা ছিল ভিন্ন কথা।’

‘নোলক’ ছবির মহরত অনুষ্ঠানে পরিচালক রাশেদ রাহার সঙ্গে শাকিব খান ও ববিপরিচালক রাশেদ রাহা বলেন, ‘এটা আমারই সিনেমা। শুরু থেকে আমিই এই ছবির পরিচালক। কোনো অবস্থায় এই ছবি থেকে আমার নাম ছিনতাই হতে দেব না।’
এদিকে বিষয়টি নিয়ে সাকিব ইরতেজাকে কয়েকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নথিতে দেখা যায়, গত বছরের ২৩ নভেম্বর ‘নোলক’ ছবির নামটি নিবন্ধন করা হয়। আর সেখানে পরিচালক হিসেবে রয়েছে রাশেদ রাহার নাম। এ ব্যাপারে সাকিব ইরতেজা চৌধুরীকে কয়েক দিন আগে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই ছবির পরিচালক এখন আমি। শুরু থেকে শুটিংয়ের বিষয়টি আমিই তদারকি করেছি।’

তাহলে ছবির মহরতের সময় পরিচালক হিসেবে কেন রাশেদ রাহাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল? ‘পরিচালক হিসেবেই তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শুটিংয়ের সময় রাশেদ রাহা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি। সবকিছু আমাকেই করতে হয়েছে। এখন আমি ছবির প্রযোজকের পাশাপাশি পরিচালকও’, বলেন সাকিব ইরতেজা।

মুশফিকুর রহমান গুলজার এ-ও বলেন, ‘কোনো প্রযোজকই এটা করতে পারবেন না। অনুমতি ছাড়া অন্য পরিচালককে দিয়ে কাজ করার চেষ্টাও গুরুতর অপরাধ।’

গত বছর ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। এর পাঁচ দিন পর ছবির নায়ক শাকিব খানের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেন পরিচালক রাশেদ রাহা। শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানি, তারিক আনাম খান ছাড়া এই ছবির অভিনয়শিল্পীরা হলেন নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।।

শাকিবের নোলক-এ থাকছেন রাহাই

আপডেট টাইম ০৫:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮

পরিচালকের কাছ থেকে ‘নোলক’ সিনেমা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। পরিচালক রাশেদ রাহার হাত থেকে ছুটে যাচ্ছিল তাঁর পরিচালিত প্রথম ছবি ‘নোলক’। সিংহভাগ কাজ শেষ করার পর পরিচালক বদলে ফেলার পাঁয়তারা করছিলেন প্রযোজক সাকিব ইরতেজা। প্রযোজক সাকিব সনেট নিজেই পরিচালকের চেয়ারে বসে পড়েছিলেন। ভারতের হায়দরাবাদে কয়েক দিনের শুটিংও করেছেন। কিন্তু পরিচালক আর হতে পারছেন না তিনি।

গত বছরের ডিসেম্বরের পুরোটা সময় ভারতের হায়দরাবাদে রাশেদ রাহার নেতৃত্বে ‘নোলক’ ছবির শুটিংয়ে অংশ নেন শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ আরও অনেকে।

পরিচালক তখন জানিয়েছিলেন, ‘নোলক’ ছবিতে আর মাত্র দুটি গান ও কিছু দৃশ্যের শুটিং বাকি রয়েছে। চার-পাঁচ দিন শুটিং হলেই পুরো ছবির কাজ শেষ হবে। কিন্তু দীর্ঘ বিরতির পর যখন শুটিং শুরু হয়, তখন প্রযোজক সাকিব ইরতেজা পরিচালকের আসনে বসেন। সেই লটের শুটিং করতে কলকাতায় মৌসুমী, ওমর সানি, ববি, তারিক আনাম খান খান, রূপসজ্জাশিল্পী মানিকসহ আরও অনেককে নিয়ে যান। অনিয়ম দেখে ছবির প্রধান নায়ক শাকিব খান শুটিংয়ে অংশ নেননি।

রাশেদ রাহা তাঁর অজান্তে ‘নোলক’ ছবির শুটিংয়ের খবর জানতে পেরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি লেখেন, প্রযোজক তাঁর পরিচালনায় নির্মিত ছবিটি ছিনতাইয়ের চেষ্টা করছেন। বিষয়টিতে প্রথম আলোর কাছে ক্ষোভ জানিয়ে রাশেদ রাহা বলেন, ‘একজন পরিচালকের কাছে তাঁর সৃষ্টি হচ্ছে সন্তানের মতো। সেই সন্তান লালন-পালন করে বড় করার পর প্রযোজক তাঁর ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান! এটা তো ছিনতাই ছাড়া আর কিছুই না।’

এদিকে ‘নোলক’ ছবির পরিচালক কে হবেন, তা নিয়ে আজ বুধবার পরিচালক সমিতি পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব ইরতেজাকে তলব করে। পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতাদের উপস্থিতিতে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, ‘নোলক’ ছবির পরিচালক হিসেবে রাশেদ রাহাই থাকবেন। আগামী শনিবার এ বিষয়ে লিখিত সিদ্ধান্ত হবে বলেও জানান রাশেদ রাহা।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। শুরু থেকে আমরা অবগত যে, “নোলক” ছবির পরিচালক রাশেদ রাহা। তিনি মহরত থেকে শুরু করে ২৮ দিন শুটিং করেছেন। শুনেছি ছবির সিংহভাগ কাজও শেষ। এখন কেউ এসে হঠাৎ করে চাইলেই তো আর ছবির পরিচালক বদলে ফেলতে পারেন না। যদি পরিচালক রাশেদ রাহা নিজে চাইতেন তাহলে সেটা ছিল ভিন্ন কথা।’

‘নোলক’ ছবির মহরত অনুষ্ঠানে পরিচালক রাশেদ রাহার সঙ্গে শাকিব খান ও ববিপরিচালক রাশেদ রাহা বলেন, ‘এটা আমারই সিনেমা। শুরু থেকে আমিই এই ছবির পরিচালক। কোনো অবস্থায় এই ছবি থেকে আমার নাম ছিনতাই হতে দেব না।’
এদিকে বিষয়টি নিয়ে সাকিব ইরতেজাকে কয়েকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নথিতে দেখা যায়, গত বছরের ২৩ নভেম্বর ‘নোলক’ ছবির নামটি নিবন্ধন করা হয়। আর সেখানে পরিচালক হিসেবে রয়েছে রাশেদ রাহার নাম। এ ব্যাপারে সাকিব ইরতেজা চৌধুরীকে কয়েক দিন আগে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই ছবির পরিচালক এখন আমি। শুরু থেকে শুটিংয়ের বিষয়টি আমিই তদারকি করেছি।’

তাহলে ছবির মহরতের সময় পরিচালক হিসেবে কেন রাশেদ রাহাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল? ‘পরিচালক হিসেবেই তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শুটিংয়ের সময় রাশেদ রাহা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি। সবকিছু আমাকেই করতে হয়েছে। এখন আমি ছবির প্রযোজকের পাশাপাশি পরিচালকও’, বলেন সাকিব ইরতেজা।

মুশফিকুর রহমান গুলজার এ-ও বলেন, ‘কোনো প্রযোজকই এটা করতে পারবেন না। অনুমতি ছাড়া অন্য পরিচালককে দিয়ে কাজ করার চেষ্টাও গুরুতর অপরাধ।’

গত বছর ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। এর পাঁচ দিন পর ছবির নায়ক শাকিব খানের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেন পরিচালক রাশেদ রাহা। শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানি, তারিক আনাম খান ছাড়া এই ছবির অভিনয়শিল্পীরা হলেন নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।