ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৮৮ লাখ টাকার টোল আদায় নরসিংদীতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা অগ্রিম ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রানা খাঁন লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ জন ভূমিহীন হাটের ও কোরবানিকৃত পশুর বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় অপসারণ করা হবে : মেয়র তাপস মণিরামপুরে ১২৮ টি ভুমিহীন পরিবারের হাতে তুলে দিলেন আশ্রয়ণ প্রকল্প(০২) এর ঘর। বিসিকের উদ্যোগে “উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বিসিকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা মতলব উত্তরে মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে অসির সচেতনামূলক সভা

আটোয়ারীতে ভূমি অফিসের কর্মচারী কর্তৃক শ্মশান দখলের অভিযোগ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমি অফিসের কর্মচারী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাটের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তথ্য মতে , উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ মাছুয়ারপাড়া এলাকার শ্মশানের জমি একই এলাকার জনৈক উপজেলা ভূমি অফিসের কর্মচারী ওহাব আলী জবর দখলের চেষ্টা করছে। শ্মশানের জমির তপশীল ঃ জেলা: পঞ্চগড়, থানা: আটোয়ারী, মৌজা: দোহসুহ, জে.এল নং: ৫২, খতিয়ান নং : ৩৬, ৭৭, দাগ নং: ১২৫৭ ও ১২৫৮। মোট দুই দাগে ৩৪ শতাংশের মধ্যে ২৫.৫০ শতাংশ জমি বিরোধীয়। ওহাব আলী উক্ত তপশীল বর্ণিত শ্মশানের জমি মাত্র একজন ওয়ারিশের নিকট একআনা খরিদ করে ৪ জন ওয়ারিশের জমি জবর দখলের চেষ্টা করছেন। বিরোধীয় জমি ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শালিশ বিচারের সিদ্ধান্ত সহ উপজেলা পর্যায়ের শালিশ বৈঠকে বিরোধ নিস্পত্তির সিদ্ধান্ত ওহাব আলী তাৎক্ষনিক মেনে নিলেও পরে তা প্রত্যাক্ষান করেন। সরেজমিনে গিয়ে শ্মশান কমিটির সাথে যোগাযোগ করা হলে কমিটির সভাপতি অভিনাশ চন্দ্র রায় বলেন, ওহাব আলী একজন উপজেলা ভূমি অফিসের কর্মচারী। আমরা সংখ্যা লঘু হওয়ায় প্রায় সময় আমাদেরকে বিভিন্ন হুম্ধসঢ়;কি ধাম্ধসঢ়;কি দিয়ে দাবায় রাখার চেষ্টা করেন। বীর মুক্তিযোদ্ধা বলরাম বাবু বলেন, আমি বুড়ো হয়ে গেছি। আমার জানামতে দোহসুহ বানপাড়া শ্মশান ঘাট অনেক আগের। আমাদের পুর্ব পুরুষরা এই শ্মশান ব্যবহার করেছে, আমরাও ব্যবহার করছি। এই গ্রামের মহেশ চন্দ্র, নবরাম বর্মন ও কুশরাম বর্মন শ্মশান ঘাটের নামে ২৫ শতক জমি দান করেছেন। কমিটির সদস্য নন্দ অধিকারী ও অলীন চন্দ্র বর্মন বলেন, সম্প্রতি একটি লাশ শ্মশানে নিয়ে গেলে ওহাব আলী বাধা সৃষ্টি করে। পরে পুলিশের উপস্থিতিতে লাশ দাহ করা হয়। শ্মশান কমিটির লোকজন বলেন, ওহাব আলী অর্থের দাপটে আমাদের শ্মশান ঘাট পর্যন্ত ক্রয় করে দখলের চেষ্টা করছে। ধারনা হচ্ছে ওহাব আলী আমাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। শ্মশান কমিটির পক্ষ থেকে এব্যাপারে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরিত স্মারকলিপি দাখিল করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অনুলিপি প্রেরন করা হয়েছে। অপরদিকে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ওহাব আলী বলেন, জমি আমার খরিদ করা। খরিদকৃত জমি দখল করতে গেলে সনাতন ধর্মাবলম্বীরা বাধা সৃষ্টি করে। আমার খরিদকৃত জমি তারা শ্মশানঘাট বলে দাবী করে। জমি নিয়ে একাধীকবার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বৈঠক হয়েছিল ঠিকই কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। আমি খরিদকৃত জমির কাগজপত্র দিয়ে আদালতে মামলা করেছি। আদালতের রায় আমি মেনে নিব। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, অভিযোগের কপি পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে। উভয়পক্ষের সাথে কথা বলে জানাগেছে, কেহ কাহাকেও ছাড় দিতে রাজি নহে। বিষয়টি আইন- শৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত সমাধান প্রয়োজন। অন্যথায় যেকোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Tag :

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ভূমি অফিসের কর্মচারী কর্তৃক শ্মশান দখলের অভিযোগ

আপডেট টাইম ১২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমি অফিসের কর্মচারী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাটের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তথ্য মতে , উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ মাছুয়ারপাড়া এলাকার শ্মশানের জমি একই এলাকার জনৈক উপজেলা ভূমি অফিসের কর্মচারী ওহাব আলী জবর দখলের চেষ্টা করছে। শ্মশানের জমির তপশীল ঃ জেলা: পঞ্চগড়, থানা: আটোয়ারী, মৌজা: দোহসুহ, জে.এল নং: ৫২, খতিয়ান নং : ৩৬, ৭৭, দাগ নং: ১২৫৭ ও ১২৫৮। মোট দুই দাগে ৩৪ শতাংশের মধ্যে ২৫.৫০ শতাংশ জমি বিরোধীয়। ওহাব আলী উক্ত তপশীল বর্ণিত শ্মশানের জমি মাত্র একজন ওয়ারিশের নিকট একআনা খরিদ করে ৪ জন ওয়ারিশের জমি জবর দখলের চেষ্টা করছেন। বিরোধীয় জমি ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শালিশ বিচারের সিদ্ধান্ত সহ উপজেলা পর্যায়ের শালিশ বৈঠকে বিরোধ নিস্পত্তির সিদ্ধান্ত ওহাব আলী তাৎক্ষনিক মেনে নিলেও পরে তা প্রত্যাক্ষান করেন। সরেজমিনে গিয়ে শ্মশান কমিটির সাথে যোগাযোগ করা হলে কমিটির সভাপতি অভিনাশ চন্দ্র রায় বলেন, ওহাব আলী একজন উপজেলা ভূমি অফিসের কর্মচারী। আমরা সংখ্যা লঘু হওয়ায় প্রায় সময় আমাদেরকে বিভিন্ন হুম্ধসঢ়;কি ধাম্ধসঢ়;কি দিয়ে দাবায় রাখার চেষ্টা করেন। বীর মুক্তিযোদ্ধা বলরাম বাবু বলেন, আমি বুড়ো হয়ে গেছি। আমার জানামতে দোহসুহ বানপাড়া শ্মশান ঘাট অনেক আগের। আমাদের পুর্ব পুরুষরা এই শ্মশান ব্যবহার করেছে, আমরাও ব্যবহার করছি। এই গ্রামের মহেশ চন্দ্র, নবরাম বর্মন ও কুশরাম বর্মন শ্মশান ঘাটের নামে ২৫ শতক জমি দান করেছেন। কমিটির সদস্য নন্দ অধিকারী ও অলীন চন্দ্র বর্মন বলেন, সম্প্রতি একটি লাশ শ্মশানে নিয়ে গেলে ওহাব আলী বাধা সৃষ্টি করে। পরে পুলিশের উপস্থিতিতে লাশ দাহ করা হয়। শ্মশান কমিটির লোকজন বলেন, ওহাব আলী অর্থের দাপটে আমাদের শ্মশান ঘাট পর্যন্ত ক্রয় করে দখলের চেষ্টা করছে। ধারনা হচ্ছে ওহাব আলী আমাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। শ্মশান কমিটির পক্ষ থেকে এব্যাপারে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরিত স্মারকলিপি দাখিল করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অনুলিপি প্রেরন করা হয়েছে। অপরদিকে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ওহাব আলী বলেন, জমি আমার খরিদ করা। খরিদকৃত জমি দখল করতে গেলে সনাতন ধর্মাবলম্বীরা বাধা সৃষ্টি করে। আমার খরিদকৃত জমি তারা শ্মশানঘাট বলে দাবী করে। জমি নিয়ে একাধীকবার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বৈঠক হয়েছিল ঠিকই কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। আমি খরিদকৃত জমির কাগজপত্র দিয়ে আদালতে মামলা করেছি। আদালতের রায় আমি মেনে নিব। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, অভিযোগের কপি পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে। উভয়পক্ষের সাথে কথা বলে জানাগেছে, কেহ কাহাকেও ছাড় দিতে রাজি নহে। বিষয়টি আইন- শৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত সমাধান প্রয়োজন। অন্যথায় যেকোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।