ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু। টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু বাকেরগঞ্জে প্রধান মন্ত্রীর ছবি ব্যঙ্গক্তি করে ফেসবুকে পোস্ট করায় হায়দর সিপাই গ্রেফতার। বাকেরগঞ্জে স্ত্রীর দায়ের কৃত মামলায় স্বামী পারভেজ খান গ্রেফতার।। বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রিভেন্টিভ টিম কর্তৃক ২ চাইনিজ যাত্রীর নিকট থেকে ৫.৫৬ কেজি স্বর্ণ উদ্ধার

সিনিয়র রিপোর্টার (মাসুদ হাসান মোল্লা রিদম),ঢাকা: কমিশনার, কাস্টম হাউস-ঢাকার নিকটে আসা গোপন সংবাদের ভিত্তিতে ২ জন বিদেশি যাত্রীর নিকট থেকে স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল।

বোর্ডিং ব্রীজ এলাকায় টহলে থাকা প্রিভেন্টিভ দলের সদস্যরা শারজাহ থেকে সকাল ৯.০০ ঘটিকায় আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নং-G9517 এর দুই চাইনীজ যাত্রীকে ৯ নং বোর্ডিং ব্রীজের নিকট থেকে অনুসরণ করে। পরবর্তীতে গ্রীন চ্যানেল অতিক্রমের পরে তাদের নিকটে শুল্ক-কর আরোপযোগ্য কোন পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন।

অতঃপর তাদের সাথে থাকা লাগেজসমূহ স্ক্যানে দেয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং উভয়ের ব্যাগ খুলে একই ধরনের এবং “Geepas” ব্র‍্যান্ডের ২টি “সোলার হোম সিস্টেম” পাওয়া যায়।

সকাল ১১.৩০ এর দিকে ব্যাগের মধ্যে থাকা সোলার সিস্টেম খুলে তার মধ্যে থাকা ব্যাটারী খুলে ১০ তোলা ওজনের ২৪ টি করে মোট ৪৮ টি স্বর্ণবার পাওয়া যায়।

যাত্রীদের নামঃ

1. Mr CHEN JIFA,
Place of Birth: Hubei, China, Age-29

2. Mr. DING SHOUSHENG, Place of Birth-Hubei, China, Age-35

মোট ওজনঃ ৫.৫৬ কেজি
আনুমানিক বাজার মূল্যঃ ২.৭৯ কোটি টাকা

এ ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।।

প্রিভেন্টিভ টিম কর্তৃক ২ চাইনিজ যাত্রীর নিকট থেকে ৫.৫৬ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট টাইম ০২:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯

সিনিয়র রিপোর্টার (মাসুদ হাসান মোল্লা রিদম),ঢাকা: কমিশনার, কাস্টম হাউস-ঢাকার নিকটে আসা গোপন সংবাদের ভিত্তিতে ২ জন বিদেশি যাত্রীর নিকট থেকে স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল।

বোর্ডিং ব্রীজ এলাকায় টহলে থাকা প্রিভেন্টিভ দলের সদস্যরা শারজাহ থেকে সকাল ৯.০০ ঘটিকায় আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নং-G9517 এর দুই চাইনীজ যাত্রীকে ৯ নং বোর্ডিং ব্রীজের নিকট থেকে অনুসরণ করে। পরবর্তীতে গ্রীন চ্যানেল অতিক্রমের পরে তাদের নিকটে শুল্ক-কর আরোপযোগ্য কোন পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন।

অতঃপর তাদের সাথে থাকা লাগেজসমূহ স্ক্যানে দেয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং উভয়ের ব্যাগ খুলে একই ধরনের এবং “Geepas” ব্র‍্যান্ডের ২টি “সোলার হোম সিস্টেম” পাওয়া যায়।

সকাল ১১.৩০ এর দিকে ব্যাগের মধ্যে থাকা সোলার সিস্টেম খুলে তার মধ্যে থাকা ব্যাটারী খুলে ১০ তোলা ওজনের ২৪ টি করে মোট ৪৮ টি স্বর্ণবার পাওয়া যায়।

যাত্রীদের নামঃ

1. Mr CHEN JIFA,
Place of Birth: Hubei, China, Age-29

2. Mr. DING SHOUSHENG, Place of Birth-Hubei, China, Age-35

মোট ওজনঃ ৫.৫৬ কেজি
আনুমানিক বাজার মূল্যঃ ২.৭৯ কোটি টাকা

এ ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।