ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। টাঙ্গাইলে এইচআইভি ও এইডস রোগের সচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ বগুড়া শিবগঞ্জে নাতির রাম দা’র কোপে নানী খুন ফুটপাত উদ্ধার করতে হবে: মেয়র রেজাউল আন্তর্জাতিক মে দিবস পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয় রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানে প্রতিদ্বন্দ্বীবিহীন প্রার্থী ভোট হবে ভাইস চেয়ারম্যানের (চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ভোট প্রতিদ্বন্দ্বিতা হবে দুই জনের মধ্যে।) “কেরানীগঞ্জে এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সাংবাদিকরা” লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক দিঘলিয়ায় মে দিবস পালিত।

জনগণের আস্থার প্রতিদান আ.লীগকে দিতে হবে

মাতৃভূমির খবর ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য জনগণ আওয়ামী লীগের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান অবশ্যই দিতে হবে। তিনি বলেন, ‘আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। সে বিশ্বাসের মর্যাদা আমাদের রাখতে হবে, তার প্রতিদান দিতে হবে। উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহীদদের এবং চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর অন্ধকার যুগে প্রবেশ করা বাংলাদেশ ২০০৮ সালের নির্বাচনের পর আলোর পথে যাত্রা শুরু করে। তিনি বলেন, ‘কেউই এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউই এই যাত্রা থামাতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। প্রস্তুতি নিয়ে সে অনুসারে সবাইকে এগিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলাদেশ একদিন ক্ষুধামুক্ত দেশ হবে। এটাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো এখন দৃশ্যমান। বিশ্বদরবারে বাংলাদেশ মর্যাদার আসন অর্জন করেছে। বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে অভিহিত করা হয়।

সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা দেশ থেকে ক্ষুধা দূর করেছি। আমরা দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছি এবং একদিন এই দেশ দারিদ্র্যমুক্ত হবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন আলোচনায় অংশ নেন।

সূত্র : প্রথম আলো

Tag :

জনপ্রিয় সংবাদ

দেশ জুরে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মুরাদনগর উপজেলা মোট-১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

জনগণের আস্থার প্রতিদান আ.লীগকে দিতে হবে

আপডেট টাইম ০৬:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯

মাতৃভূমির খবর ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য জনগণ আওয়ামী লীগের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান অবশ্যই দিতে হবে। তিনি বলেন, ‘আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি। সে বিশ্বাসের মর্যাদা আমাদের রাখতে হবে, তার প্রতিদান দিতে হবে। উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহীদদের এবং চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর অন্ধকার যুগে প্রবেশ করা বাংলাদেশ ২০০৮ সালের নির্বাচনের পর আলোর পথে যাত্রা শুরু করে। তিনি বলেন, ‘কেউই এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউই এই যাত্রা থামাতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। প্রস্তুতি নিয়ে সে অনুসারে সবাইকে এগিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলাদেশ একদিন ক্ষুধামুক্ত দেশ হবে। এটাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো এখন দৃশ্যমান। বিশ্বদরবারে বাংলাদেশ মর্যাদার আসন অর্জন করেছে। বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে অভিহিত করা হয়।

সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা দেশ থেকে ক্ষুধা দূর করেছি। আমরা দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছি এবং একদিন এই দেশ দারিদ্র্যমুক্ত হবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন আলোচনায় অংশ নেন।

সূত্র : প্রথম আলো