ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে –২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ‘বরগুনা জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ’ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল। –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ @ গুটি সোহাগসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ডেমরার পরে আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর কাছে হামলার শিকার হলেন সাংবাদিক কর্মীরা ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন। সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেকার অপারেটর সোহেলের আত্মকাহিনী দৈনিক মাতৃভূমির খবর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘””শেখ নিয়াজ মোহাম্মদ”” উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি

লিটন-ওয়ার্নার ঝড়ে রংপুরের আরেকটি হার

স্পোর্টস ডেস্ক :  আগেও ঝড় তুলছিলেন বাঁহাতি ডেভিড ওয়ার্নার। অফস্পিনারকে খেলার সুবিধার্থে তিন বলের জন্য ডান হাতে ব্যাটিং করেও অব্যাহত রাখলেন সেই ঝড়। সিলেট সিক্সার্স অধিনায়কের কিছুক্ষণের জন্য সহজাত ব্যাটিং বদলে চমকে দেওয়ার দিনে রংপুর রাইডার্সের বোলারদের ছিন্নভিন্ন করেছেন লিটন কুমার দাশও। বিগ স্কোরিংয়ের ম্যাচে সিলেটের ১৮৭ রানের জবাবে মাশরাফি বাহিনী থেমেছে ১৬০ রানে। ২৭ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলে চার পয়েন্ট অর্জন হয়েছে ওয়ার্নারদের।

সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস, ডেভিড ওয়ার্নার ও সাব্বির রহমান ও নিকোলাস পুরানরা রীতিমত জ্বলে ওঠেন। ওপেনিং জুটি লিটন ও সাব্বিরের ব্যাট থেকে আসে ৭৩ রান। সাব্বির (২০) ফিরে গেলেও পিছুটান আসেনি লিটন দাসের। ঝড়োভাবে খেলে ৪৩ বলে করেন ৭০ রান। ওয়ার্নারের সঙ্গে ৫৬  রানের জুটি গড়েন। আগের দিনে ৬৮ রানে অলআউট হওয়া সিলেট যেন আজ নিয়ত করেই নেমেছিল মাঠে ঝড় তোলার জন্য।

ডেভিড ওয়ার্নারকে আজ দর্শকরা হাত খুলে খেলতে দেখেছে। মাত্র ৩৬ বল খেলে ছয়টি চার ও দুটি ছক্কায় রান করেছেন অনবদ্য ৬৩। শেষদিকে নিকোলাস পুরান খেলেছেন ২৬ রানের ইনিংস। মাত্র ১৬ বল খেলেন তিনি। লোয়ারঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সিলেটের রান থামে ১৮৭তে। রংপুরের হয়ে সফল বোলার ছিলেন শুধু শফিউল ইসলাম। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যর্থ হয় রংপুর। দলীয় ১০ রানের পরই একে একে প্যাভিলিয়নে ফিরে যান ক্রিস গেইল (৭), মেহেদি মারুফ (৩) ও অ্যালেক্স হেলস (০)। চাঁদপুরের কিশোর মেহেদি হাসান রানার বলে বিপদে পড়ে ব্যাকফুটে চলে যায় রংপুর। এরপর অবশ্য দলের কা-ারী হয়ে জুটি গড়ার চেষ্টা করেন মিঠুন ও রাইলি রুশো। ৮৯ রানের জুটি গড়ার পথে রুশো করেন ৩২ বলে ৫৮ রান। মিঠুন ফেরেন ৩৫ রানে।

দলনায়ক মাশরাফি এদিন দলকে জেতানোর জন্য বেশ চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে কেউ জ্বলে উঠতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাইডার্সদের। মাশরাফি ২৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।  সিলেটের হয়ে মেহেদি রানা ও তাসকিন আহমেদ দুটি করে এবং সোহেল তানভীর ও লামিচানে একটি করে উইকেট নেন।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রিলে রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স:  ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকির আলী, অলোক কাপালি, সোহেল তানভীর, মেহেদি হাসান রানা, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৮৭/৫ (লিটন ৭০, সাব্বির ২০, ওয়ার্নার ৬১*, পুরান ২৬, আফিফ ৬, জাকের ০, অলক ০*; মাশরাফি ৩-০-৪৩-০, শফিউল ৪-০-৩১-৩, সোহাগ ৪-০-৩৮-০, হাওয়েল ৩-০-২২-১, ফরহাদ ২-০-৯-০, গেইল ৩-০-৩৫-০, নাহিদুল ১-০-৭-০)।

রংপুর রাইডার্স : ২০ ওভারে (গেইল ৭, মারুফ ৩, হেলস ০, রুশো ৫৮, মিথুন ৩৫, মাশরাফি ৩৩*, হাওয়েল ১৩, নাহিদুল ৫*; তানভির ১/২২, রানা ২/৪০, তাসকিন ২/৩৪, আফিফ ০/২২, লামিচেন ১/১৮, কাপালি ০/২৩)।

ফল : সিলেট সিক্সার্স ২৭ রানে জয়ী।

Tag :

জনপ্রিয় সংবাদ

রাজশাহী গোদাগাড়ীর ছয়ঘাটিতে রাতের আঁধারে ২০ বিঘা ফসলী জমির মাটি বিক্রির অভিযোগ

লিটন-ওয়ার্নার ঝড়ে রংপুরের আরেকটি হার

আপডেট টাইম ০৪:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯

স্পোর্টস ডেস্ক :  আগেও ঝড় তুলছিলেন বাঁহাতি ডেভিড ওয়ার্নার। অফস্পিনারকে খেলার সুবিধার্থে তিন বলের জন্য ডান হাতে ব্যাটিং করেও অব্যাহত রাখলেন সেই ঝড়। সিলেট সিক্সার্স অধিনায়কের কিছুক্ষণের জন্য সহজাত ব্যাটিং বদলে চমকে দেওয়ার দিনে রংপুর রাইডার্সের বোলারদের ছিন্নভিন্ন করেছেন লিটন কুমার দাশও। বিগ স্কোরিংয়ের ম্যাচে সিলেটের ১৮৭ রানের জবাবে মাশরাফি বাহিনী থেমেছে ১৬০ রানে। ২৭ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলে চার পয়েন্ট অর্জন হয়েছে ওয়ার্নারদের।

সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস, ডেভিড ওয়ার্নার ও সাব্বির রহমান ও নিকোলাস পুরানরা রীতিমত জ্বলে ওঠেন। ওপেনিং জুটি লিটন ও সাব্বিরের ব্যাট থেকে আসে ৭৩ রান। সাব্বির (২০) ফিরে গেলেও পিছুটান আসেনি লিটন দাসের। ঝড়োভাবে খেলে ৪৩ বলে করেন ৭০ রান। ওয়ার্নারের সঙ্গে ৫৬  রানের জুটি গড়েন। আগের দিনে ৬৮ রানে অলআউট হওয়া সিলেট যেন আজ নিয়ত করেই নেমেছিল মাঠে ঝড় তোলার জন্য।

ডেভিড ওয়ার্নারকে আজ দর্শকরা হাত খুলে খেলতে দেখেছে। মাত্র ৩৬ বল খেলে ছয়টি চার ও দুটি ছক্কায় রান করেছেন অনবদ্য ৬৩। শেষদিকে নিকোলাস পুরান খেলেছেন ২৬ রানের ইনিংস। মাত্র ১৬ বল খেলেন তিনি। লোয়ারঅর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সিলেটের রান থামে ১৮৭তে। রংপুরের হয়ে সফল বোলার ছিলেন শুধু শফিউল ইসলাম। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যর্থ হয় রংপুর। দলীয় ১০ রানের পরই একে একে প্যাভিলিয়নে ফিরে যান ক্রিস গেইল (৭), মেহেদি মারুফ (৩) ও অ্যালেক্স হেলস (০)। চাঁদপুরের কিশোর মেহেদি হাসান রানার বলে বিপদে পড়ে ব্যাকফুটে চলে যায় রংপুর। এরপর অবশ্য দলের কা-ারী হয়ে জুটি গড়ার চেষ্টা করেন মিঠুন ও রাইলি রুশো। ৮৯ রানের জুটি গড়ার পথে রুশো করেন ৩২ বলে ৫৮ রান। মিঠুন ফেরেন ৩৫ রানে।

দলনায়ক মাশরাফি এদিন দলকে জেতানোর জন্য বেশ চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে কেউ জ্বলে উঠতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাইডার্সদের। মাশরাফি ২৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।  সিলেটের হয়ে মেহেদি রানা ও তাসকিন আহমেদ দুটি করে এবং সোহেল তানভীর ও লামিচানে একটি করে উইকেট নেন।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রিলে রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স:  ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকির আলী, অলোক কাপালি, সোহেল তানভীর, মেহেদি হাসান রানা, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৮৭/৫ (লিটন ৭০, সাব্বির ২০, ওয়ার্নার ৬১*, পুরান ২৬, আফিফ ৬, জাকের ০, অলক ০*; মাশরাফি ৩-০-৪৩-০, শফিউল ৪-০-৩১-৩, সোহাগ ৪-০-৩৮-০, হাওয়েল ৩-০-২২-১, ফরহাদ ২-০-৯-০, গেইল ৩-০-৩৫-০, নাহিদুল ১-০-৭-০)।

রংপুর রাইডার্স : ২০ ওভারে (গেইল ৭, মারুফ ৩, হেলস ০, রুশো ৫৮, মিথুন ৩৫, মাশরাফি ৩৩*, হাওয়েল ১৩, নাহিদুল ৫*; তানভির ১/২২, রানা ২/৪০, তাসকিন ২/৩৪, আফিফ ০/২২, লামিচেন ১/১৮, কাপালি ০/২৩)।

ফল : সিলেট সিক্সার্স ২৭ রানে জয়ী।