ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে –২৪ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ‘বরগুনা জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ’ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর যৌথ আভিযানিক দল। –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ @ গুটি সোহাগসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ডেমরার পরে আবারো সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীর কাছে হামলার শিকার হলেন সাংবাদিক কর্মীরা ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন। সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেকার অপারেটর সোহেলের আত্মকাহিনী দৈনিক মাতৃভূমির খবর ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ‘””শেখ নিয়াজ মোহাম্মদ”” উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে চসিক ও সিএমপি নির্বাচনী ছড়া

ভেড়ামারায় গোলাপনগরে মর্জিনা খাতুন মেহেদীর রঙ না শুকাতেই ডিভোর্স লেটার

মোহাম্মদ রফিক কুষ্টিয়া:–
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের পিতৃহীন মর্জিনা খাতুন। গত ১১ সেপ্টেম্বর মিরপুর উপজেলার নওড়াপাড়ার ইউসুফ আলীর পুত্র তারেক আজিজের সাথে দুই পরিবারের সম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ১৮ই সেপ্টেম্বর হয় ফিরানি। তখনও মর্জিনার হাতে শুকায়নি মেহেদীর রঙ। হঠাৎ করেই বাড়িতে আসে ডিভোর্স লেটার। কি অপরাধ ছিলো অসহায় পিতৃহীন মর্জিনার, সে উত্তর জানা নেই তার। কারণ ছাড়াই স্বামী তারেক আজিজের ডিভোর্স লেটার পেয়ে হতবাক মর্জিনা ও তার পরিবার। তার পরিবারের অন্য সদস্যরা বরের বাড়ি গিয়েও পায়নি কোনো সদাত্তর। শুধু মিলেছে বাড়ির দরজায় তালা। যে ফোন নাম্বারে কথাবার্তার মাধ্যমে হয়েছিলো সমন্ধ, সেই নাম্বারগুলোও এখন বন্ধ। অসহায় মর্জিনার পাশে দাড়ানোর সৎ সাহস দেখায়নি কেউ। তাই ঘুরছেন পথে পথে অসহায়ত্ব নিয়েই। বিভিন্ন সূত্রে জানা যায়, অসহায় মর্জিনার ক্ষনিকের স্বামী তারেক আজিজ চাকরি করেন বিটিসিতে চুক্তি ভিক্তিক এমএসএম এর আওতায় ক্লার্ক পদে মিরপুর এমএলডি তামাক কোম্পানিতে। তারেক আজিজের সাথে মর্জিনার বিয়ে হয় দেখাশোনার মাধ্যমেই। এমনকি বিয়ের আগে পরিবারের সম্মতিক্রমে ভিডিও কলের মাধ্যমেও একাধিকবার হয় যোগাযোগ। তখন খারাপ লাগেনি মর্জিনাকে তারেকের। কিন্তু হঠাৎ করেই বিবাহের মতো পবিত্র বন্ধনকে ছিন্ন করেছেন এক নিমিষেই। যদিও যৌক্তিক কারন দেখাতে পারেনি তারেক আজিজ ও তার পরিবার। এ ঘটনায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার নির্বাহী পরিচালন মমতাজ আরা বেগম বলেন, বিষয়টি অমানবিক কারণ ছাড়াই এ ধরনের কর্মকান্ডকে সমর্থন করি না। আমরা অবশ্যই অসহায় মেয়েটির পাশে থেকে সব ধরনের আইনী সহায়তা প্রদান করবো।
Tag :

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধুর নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে

ভেড়ামারায় গোলাপনগরে মর্জিনা খাতুন মেহেদীর রঙ না শুকাতেই ডিভোর্স লেটার

আপডেট টাইম ০৫:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
মোহাম্মদ রফিক কুষ্টিয়া:–
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের পিতৃহীন মর্জিনা খাতুন। গত ১১ সেপ্টেম্বর মিরপুর উপজেলার নওড়াপাড়ার ইউসুফ আলীর পুত্র তারেক আজিজের সাথে দুই পরিবারের সম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ১৮ই সেপ্টেম্বর হয় ফিরানি। তখনও মর্জিনার হাতে শুকায়নি মেহেদীর রঙ। হঠাৎ করেই বাড়িতে আসে ডিভোর্স লেটার। কি অপরাধ ছিলো অসহায় পিতৃহীন মর্জিনার, সে উত্তর জানা নেই তার। কারণ ছাড়াই স্বামী তারেক আজিজের ডিভোর্স লেটার পেয়ে হতবাক মর্জিনা ও তার পরিবার। তার পরিবারের অন্য সদস্যরা বরের বাড়ি গিয়েও পায়নি কোনো সদাত্তর। শুধু মিলেছে বাড়ির দরজায় তালা। যে ফোন নাম্বারে কথাবার্তার মাধ্যমে হয়েছিলো সমন্ধ, সেই নাম্বারগুলোও এখন বন্ধ। অসহায় মর্জিনার পাশে দাড়ানোর সৎ সাহস দেখায়নি কেউ। তাই ঘুরছেন পথে পথে অসহায়ত্ব নিয়েই। বিভিন্ন সূত্রে জানা যায়, অসহায় মর্জিনার ক্ষনিকের স্বামী তারেক আজিজ চাকরি করেন বিটিসিতে চুক্তি ভিক্তিক এমএসএম এর আওতায় ক্লার্ক পদে মিরপুর এমএলডি তামাক কোম্পানিতে। তারেক আজিজের সাথে মর্জিনার বিয়ে হয় দেখাশোনার মাধ্যমেই। এমনকি বিয়ের আগে পরিবারের সম্মতিক্রমে ভিডিও কলের মাধ্যমেও একাধিকবার হয় যোগাযোগ। তখন খারাপ লাগেনি মর্জিনাকে তারেকের। কিন্তু হঠাৎ করেই বিবাহের মতো পবিত্র বন্ধনকে ছিন্ন করেছেন এক নিমিষেই। যদিও যৌক্তিক কারন দেখাতে পারেনি তারেক আজিজ ও তার পরিবার। এ ঘটনায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার নির্বাহী পরিচালন মমতাজ আরা বেগম বলেন, বিষয়টি অমানবিক কারণ ছাড়াই এ ধরনের কর্মকান্ডকে সমর্থন করি না। আমরা অবশ্যই অসহায় মেয়েটির পাশে থেকে সব ধরনের আইনী সহায়তা প্রদান করবো।