ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে ভোটের গনসংযোগ শেষে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু। টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় তিন বাসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত। রাজধানীর জুরাইনে (,ডিএমপি,) ট্রাফিকের উদ্যোগে সাধারণ জনগণ,পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ বরিশালে সাজানো মামলায় কারাবাস: ভুক্তভোগীর আক্ষেপ, বাদীর উল্লাস –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে কিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধুর আত্মহত্যা বিএনইজি ও এমজেসিবি ‘র ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন

উড়ানে ভয়, ৬ ঘণ্টার সড়কযাত্রা মাশরাফি–তামিমের

মাতৃভূমির খবর ডেস্ক : ছোট উড়োজাহাজে চড়তে ভয় তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার। এদিকে অকল্যান্ড থেকে নেপিয়ারের আকাশপথে বড় উড়োজাহাজও নেই। অগত্যা বাংলাদেশের দুই ক্রিকেট তারকা বেছে নিলেন ৬ ঘণ্টার সড়কপথই। অথচ উড়োজাহাজে সে পথ মাত্র এক ঘণ্টার!

উড়ানে ভয় তামিমের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের এই মারকুটে ওপেনার মাঠে যতই সাহসী হন না কেন, আকাশযাত্রায় তিনি বেশ ভীতই হয়ে পড়েন। দেশের মধ্যেও চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা অন্য কোনো শহরে যেতে তিনি বড় উড়োজাহাজের ফ্লাইট বেছে নেন। মাশরাফিও নিউজিল্যান্ডে ছোট বিমানের বাম্পিংকে বড় ভয় করেন।

নিউজিল্যান্ডের পত্রিকা স্টাফ তামিম ও মাশরাফির এই সড়কযাত্রার কাহিনি তুলে ধরে লিখেছে, ‘দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। তামিম এর আগেও এই উড়োজাহাজে চড়েছেন। কিন্তু মনে হচ্ছে, ছোট উড়োজাহাজে করে আঞ্চলিক রুটের এই আকাশযাত্রায় তাঁরা এখনো ভয় পান।’

নিউজিল্যান্ডে বাতাসের একটা ব্যাপার আছে। দেশটিতে প্রায় সব ধরনের উড়োজাহাজেই ঝাঁকুনি খুব সাধারণ ঘটনা। এটি ওয়েলিংটনেই বেশি হয়। এই ঝাঁকুনিকেই ভয় মাশরাফি-তামিমের। অকল্যান্ড থেকে ওয়েলিংটনে উড়োজাহাজ পরিবর্তন করেই নেপিয়ারে যেতে হয় দেখেই কাল এই দুই তারকা সড়কযাত্রার ধকলকেই শ্রেয় মনে করেছেন। ২০১৭ সালের সবশেষ নিউজিল্যান্ড সফরেও এ দুজন একইভাবে সড়কযাত্রা বেছে নিয়েছিলেন।

তামিম-মাশরাফি ভয় পেলেও তাঁদের অন্য দুই সঙ্গী রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন উড়োজাহাজে করেই নেপিয়ার পৌঁছান। এবার কয়েকটি দলে ভাগ হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন মাশরাফিরা।

সূত্র : প্রথমআলো

Tag :

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে ভোটের গনসংযোগ শেষে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু।

উড়ানে ভয়, ৬ ঘণ্টার সড়কযাত্রা মাশরাফি–তামিমের

আপডেট টাইম ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

মাতৃভূমির খবর ডেস্ক : ছোট উড়োজাহাজে চড়তে ভয় তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার। এদিকে অকল্যান্ড থেকে নেপিয়ারের আকাশপথে বড় উড়োজাহাজও নেই। অগত্যা বাংলাদেশের দুই ক্রিকেট তারকা বেছে নিলেন ৬ ঘণ্টার সড়কপথই। অথচ উড়োজাহাজে সে পথ মাত্র এক ঘণ্টার!

উড়ানে ভয় তামিমের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশের এই মারকুটে ওপেনার মাঠে যতই সাহসী হন না কেন, আকাশযাত্রায় তিনি বেশ ভীতই হয়ে পড়েন। দেশের মধ্যেও চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা অন্য কোনো শহরে যেতে তিনি বড় উড়োজাহাজের ফ্লাইট বেছে নেন। মাশরাফিও নিউজিল্যান্ডে ছোট বিমানের বাম্পিংকে বড় ভয় করেন।

নিউজিল্যান্ডের পত্রিকা স্টাফ তামিম ও মাশরাফির এই সড়কযাত্রার কাহিনি তুলে ধরে লিখেছে, ‘দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। তামিম এর আগেও এই উড়োজাহাজে চড়েছেন। কিন্তু মনে হচ্ছে, ছোট উড়োজাহাজে করে আঞ্চলিক রুটের এই আকাশযাত্রায় তাঁরা এখনো ভয় পান।’

নিউজিল্যান্ডে বাতাসের একটা ব্যাপার আছে। দেশটিতে প্রায় সব ধরনের উড়োজাহাজেই ঝাঁকুনি খুব সাধারণ ঘটনা। এটি ওয়েলিংটনেই বেশি হয়। এই ঝাঁকুনিকেই ভয় মাশরাফি-তামিমের। অকল্যান্ড থেকে ওয়েলিংটনে উড়োজাহাজ পরিবর্তন করেই নেপিয়ারে যেতে হয় দেখেই কাল এই দুই তারকা সড়কযাত্রার ধকলকেই শ্রেয় মনে করেছেন। ২০১৭ সালের সবশেষ নিউজিল্যান্ড সফরেও এ দুজন একইভাবে সড়কযাত্রা বেছে নিয়েছিলেন।

তামিম-মাশরাফি ভয় পেলেও তাঁদের অন্য দুই সঙ্গী রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন উড়োজাহাজে করেই নেপিয়ার পৌঁছান। এবার কয়েকটি দলে ভাগ হয়ে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন মাশরাফিরা।

সূত্র : প্রথমআলো