ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর পায়ের পাতা বিচ্ছিন্ন। বাকেরগঞ্জের সাহেবপুরে বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায়। উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচারে সহকারী প্রিজাইডিং অফিসার কুমিল্লা,মুরাদনগরে-৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা। ভবেরচর ইউনিয়নের ৩নংওর্য়াডে আনারস মার্কার উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড বাসস্ট্যান্ড তীব্রতাপ প্রভায়ে খাবার পানি ও স্যালাইন বিতরণ –রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা হতে ৪০৬ ক্যান বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাটে বহিষ্কৃত জাপা নেতাকর্মীর বিএনপিতে যোগদান টাঙ্গাইলে সদর সার্কেলের কার্যালয় পরিদর্শন করেন পুলিশ সুপার বগুড়ায় গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও সংস্থা সিডো

টাঙ্গাইলের ধনবা‌ড়ি সরকা‌রি ডিগ্রী কলেজের অধ্যক্ষ টেন্ডার ছাড়াই কাটলেন গাছ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবা‌ড়ী সরকা‌রি ডিগ্রি কলেজের পুরাতন গাছ টেন্ডার ছাড়াই অ‌নিয়মের মাধ‌্যমে কেটে বি‌ক্রি করার অ‌ভিযোগ উঠেছে কলেজের অধ‌্যক্ষের বিরুদ্ধে। গাছ কাটা ও বি‌ক্রির জন‌্য টেন্ডার বা কোন মি‌টিং ও রেজুলেশন করা হয়‌নি বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে সোমবার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মো. আখতারুজ্জামান কলেজের দূর্যোগ ভবনের সামনে থাকা পুরাতন আকাশমনি প্রজা‌তির গাছ‌টি কেটে বি‌ক্রি করেন। কাটা গাছের খন্ড গু‌ড়িগুলো স্থানীয় এক‌টি স‌-মিলে রাখা হয়েছে আসবাবপত্র তৈ‌রি করা জন‌্য। এর আগে সোমবার কয়েকজন শ্রমিক বিশাল গাছ‌টি কেটে ফেলেন। কাটার পর গাছের গোড়ায় বালু ফে‌লা হয় যাতে সবার নজরে না আসে। জানা গেছে, সরকা‌রি বা বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব জায়গার গাছ ঝড়ে পড়া বা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ‌্যমে বি‌ক্রি করার জন‌্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুম‌তি প্রয়োজন হয়। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিন যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেয়া হয়। কিন্তু এসবের কোন তোয়াক্কা করেন‌নি কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ আখতারুজ্জামান। স্থানীয় শ্রমিকরা জানান, কলেজের প্রিন্সিপাল স‌্যার গাছ‌টি কাটার জন‌্য বলেছে। পরে গাছ‌টি কেটে খন্ড খন্ড গু‌ড়িগুলো স-‌মিলে দেয়া হবে। এরপর সেগুলো দিয়ে কি করবে জা‌নি না। নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষকরা জানান, গাছ কাটার বিষয়ে কোন মি‌টিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই। কলেজ বন্ধ তাই কোন শিক্ষক কলেজে না যাওয়ার সুযোগে তি‌নি গাছটি কেটেছেন। ধনবা‌ড়ি সরকা‌রি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, গাছ‌টি মরে যাওয়ার কারণে গতকাল কলেজের পিয়ন সেটি কেটে স‌-মিলে পা‌ঠিয়েছে। আমাকে না জা‌নিয়ে সে গাছটি কেটেছে। এজন‌্য কোন অনুম‌তি বা প্রশাসনকে জানানো হয়‌নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধনবা‌ড়ি ডিগ্রি কলেজের সভাপ‌তি মো. আসলাম হোসাইন বলেন, গাছ কাট‌ার বিষয়ে কিছুই জানানো হয়‌নি। তদন্ত করে বি‌ধি মোতা‌বেক প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর পায়ের পাতা বিচ্ছিন্ন।

টাঙ্গাইলের ধনবা‌ড়ি সরকা‌রি ডিগ্রী কলেজের অধ্যক্ষ টেন্ডার ছাড়াই কাটলেন গাছ

আপডেট টাইম ০৪:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবা‌ড়ী সরকা‌রি ডিগ্রি কলেজের পুরাতন গাছ টেন্ডার ছাড়াই অ‌নিয়মের মাধ‌্যমে কেটে বি‌ক্রি করার অ‌ভিযোগ উঠেছে কলেজের অধ‌্যক্ষের বিরুদ্ধে। গাছ কাটা ও বি‌ক্রির জন‌্য টেন্ডার বা কোন মি‌টিং ও রেজুলেশন করা হয়‌নি বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে সোমবার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মো. আখতারুজ্জামান কলেজের দূর্যোগ ভবনের সামনে থাকা পুরাতন আকাশমনি প্রজা‌তির গাছ‌টি কেটে বি‌ক্রি করেন। কাটা গাছের খন্ড গু‌ড়িগুলো স্থানীয় এক‌টি স‌-মিলে রাখা হয়েছে আসবাবপত্র তৈ‌রি করা জন‌্য। এর আগে সোমবার কয়েকজন শ্রমিক বিশাল গাছ‌টি কেটে ফেলেন। কাটার পর গাছের গোড়ায় বালু ফে‌লা হয় যাতে সবার নজরে না আসে। জানা গেছে, সরকা‌রি বা বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব জায়গার গাছ ঝড়ে পড়া বা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ‌্যমে বি‌ক্রি করার জন‌্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুম‌তি প্রয়োজন হয়। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিন যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেয়া হয়। কিন্তু এসবের কোন তোয়াক্কা করেন‌নি কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ আখতারুজ্জামান। স্থানীয় শ্রমিকরা জানান, কলেজের প্রিন্সিপাল স‌্যার গাছ‌টি কাটার জন‌্য বলেছে। পরে গাছ‌টি কেটে খন্ড খন্ড গু‌ড়িগুলো স-‌মিলে দেয়া হবে। এরপর সেগুলো দিয়ে কি করবে জা‌নি না। নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষকরা জানান, গাছ কাটার বিষয়ে কোন মি‌টিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই। কলেজ বন্ধ তাই কোন শিক্ষক কলেজে না যাওয়ার সুযোগে তি‌নি গাছটি কেটেছেন। ধনবা‌ড়ি সরকা‌রি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, গাছ‌টি মরে যাওয়ার কারণে গতকাল কলেজের পিয়ন সেটি কেটে স‌-মিলে পা‌ঠিয়েছে। আমাকে না জা‌নিয়ে সে গাছটি কেটেছে। এজন‌্য কোন অনুম‌তি বা প্রশাসনকে জানানো হয়‌নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধনবা‌ড়ি ডিগ্রি কলেজের সভাপ‌তি মো. আসলাম হোসাইন বলেন, গাছ কাট‌ার বিষয়ে কিছুই জানানো হয়‌নি। তদন্ত করে বি‌ধি মোতা‌বেক প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হবে।