ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর “নাদিহা আলীর মৃত্যতে বসুন্ধরা পরিবারের শোক” বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।। “শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে” “সিটি গ্রুপ নারী কাবাডি লিগে পুলিশ চ্যাম্পিয়ন” গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই : কৃষিমন্ত্রী

‘জিতবে এবার নৌকা’ গানের কারিগর যারা

মাতৃভূমির খবর ডেস্কঃ  `জয় বাংলা, জিতবে এবার নৌকা` এ গানটি এখন হাটে ঘাটে বন্দরে সব জায়গায় শোনা যাচ্ছে। দেশব্যাপী এ গান নিয়ে চলছে ক্যাম্পেইন। অনেকে এই গানকে রিংটোন হিসেবেও ব্যবহার করছেন। সারাদেশের অলিতে গলিতে এখন বাজছে গানটি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং হিসেবে গানটি তৈরি করা হয়েছে। জয় বাংলা জিতবে আবার নৌকা/ শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা-নৌকা মার্কায় ভোট দিন এই গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়েছে। গানটি এরই মধ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

উটিউবে ৯ লাখের বেশি ভিউ হয়েছে। তবে এই গানটি যারা বানিয়েছেন তাদের নিয়ে ছিল বেশ কৌতূহল। অনেকে জানতে চেয়েছেন গানটি কার লেখা, কে সুর করেছে, কে গেয়েছেন, মিউজিক করেছেন কে, এসব।

খোঁজ নিয়ে জানা যায়, ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। গানটির ভিডিওচিত্র প্রযোজনায় ছিলেন তৌহিদ হোসেন। সম্পাদনা ও কালার সমন্বয় করেছেন হৃদয় হোসেন।

গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতেই পারিনি। প্রথমে গানটি আমরা ইউটিউবে প্রকাশ করেছিলাম। পরে আওয়ামী লীগের অনেক নেতাও এটা শেয়ার করে। এরপরতো পুরোটাই ইতিহাস।

Tag :

জনপ্রিয় সংবাদ

মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী।

‘জিতবে এবার নৌকা’ গানের কারিগর যারা

আপডেট টাইম ০৫:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্কঃ  `জয় বাংলা, জিতবে এবার নৌকা` এ গানটি এখন হাটে ঘাটে বন্দরে সব জায়গায় শোনা যাচ্ছে। দেশব্যাপী এ গান নিয়ে চলছে ক্যাম্পেইন। অনেকে এই গানকে রিংটোন হিসেবেও ব্যবহার করছেন। সারাদেশের অলিতে গলিতে এখন বাজছে গানটি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং হিসেবে গানটি তৈরি করা হয়েছে। জয় বাংলা জিতবে আবার নৌকা/ শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা-নৌকা মার্কায় ভোট দিন এই গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়েছে। গানটি এরই মধ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

উটিউবে ৯ লাখের বেশি ভিউ হয়েছে। তবে এই গানটি যারা বানিয়েছেন তাদের নিয়ে ছিল বেশ কৌতূহল। অনেকে জানতে চেয়েছেন গানটি কার লেখা, কে সুর করেছে, কে গেয়েছেন, মিউজিক করেছেন কে, এসব।

খোঁজ নিয়ে জানা যায়, ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। গানটির ভিডিওচিত্র প্রযোজনায় ছিলেন তৌহিদ হোসেন। সম্পাদনা ও কালার সমন্বয় করেছেন হৃদয় হোসেন।

গানটি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই গানটি করেছি। এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতেই পারিনি। প্রথমে গানটি আমরা ইউটিউবে প্রকাশ করেছিলাম। পরে আওয়ামী লীগের অনেক নেতাও এটা শেয়ার করে। এরপরতো পুরোটাই ইতিহাস।