ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে কিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধুর আত্মহত্যা বিএনইজি ও এমজেসিবি ‘র ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন “বাংলাদেশের হিট অফিসার কী করছেন? হিট নিয়ন্ত্রণে “ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের নগদ অর্থ সহায়তায়: আ জ ম নাসির “স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা ঢাকা মতিঝিলে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

আড়াই মাস পর বাড়ি ফিরলেন ভারতে আটকে পড়া ১১ জেলে।

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভারতে আটকে পড়া ১১ জেলে বাড়ি ফিরেছেন। বুধবার (৯ নভেম্বর) সকালে তারা বাড়ি ফেরেন।
এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ১১ জেলে বেনাপোল স্থলবন্দর অতিক্রম করে বাংলাদেশে আসেন। এদের মধ্যে ৯ জেলে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দা। বাকি দুইজনের একজন ভোলার লালমোহনের নাজিরপুর ও আরেকজন বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামের বাসিন্দা। ফেরত আসা জেলেরা হলেন- উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারী (৫০), একই ইউনিয়নের জসিম উদ্দিন বয়াতী (৪০), আবুল মাতব্বর (৪৮), মো. সুমন (৩০), সোহরাব মাঝি (৩৭), সবুজ ব্যাপারী (৪৫), কামাল সরদার (৪০), কায়েস হাওলাদার, ফিরোজ খলিফা (৪০), ভোলার লালমোহনের নাজিরপুরের মোহতাহার (৪০) ও বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুরের করিম হোসেন (৩৫)।
গত ১৭ আগস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারীসহ ১২ জন জেলে এফবি সামিরা নামে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ১৯ আগস্ট আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা বাঁশ ও প্লাস্টিকের পট ধরে ভাসতে থাকেন। এ ঘটনায় জসিম হাওলাদার (২০) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বাকি ১১ জেলে ১৭ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ২০ আগস্ট ভারতের তালপট্টি জঙ্গলে আশ্রয় নেন। পরদিন (২১ আগস্ট) জোনাব মোল্লা নামে এক ভারতীয় জেলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের থানায় নিয়ে যায়। থানা থেকে জোনাব মোল্লা তাদেরকে নিজ জিম্মায় রাখেন। আইনি জটিলতায় দীর্ঘ দিন তাদের ভারতে আটকে থাকতে হয়েছে।
বাড়ি ফিরে আসা জেলে মো. বাবুল ব্যাপারী ঢাকা পোস্টকে বলেন, ঝড়ের কবলে আমাদের ট্রলার ডুবে যায়। পরে ভাসতে ভাসতে ভারতে প্রবেশ করি। আমরা কোনো অপরাধ করিনি। তারপরও আইনি প্রক্রিয়ার নামে দীর্ঘদিন আমাদের ভারতে আটকে থাকতে হয়েছে।
ভারতে আটকে পড়া জেলেদের বাড়ি ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করেছেন বাউফলের কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু। তিনি ঢাকা পোস্টকে বলেন, আটকে পড়া জেলেরা দীর্ঘদিন পর হলেও জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন এ জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি তাদের ফেরত আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করেছি। ২-১ দিন পর পর ভারতে আটকা পড়া জেলেদের সঙ্গে হোয়াটস অ্যাপে কথা বলে সাহস যুগিয়েছি। তারা ফিরে আসায় আমি খুশি হয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন বলেন, জেলেদের দেশে ফিরিয়ে আনতে স্থানীয় এমপি ও জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন। সকল আইনি প্রক্রিয়া শেষে জেলেরা দেশে ফিরে এসেছেন। ###

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

–ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে কিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আড়াই মাস পর বাড়ি ফিরলেন ভারতে আটকে পড়া ১১ জেলে।

আপডেট টাইম ০১:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

আঃ মজিদ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভারতে আটকে পড়া ১১ জেলে বাড়ি ফিরেছেন। বুধবার (৯ নভেম্বর) সকালে তারা বাড়ি ফেরেন।
এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ১১ জেলে বেনাপোল স্থলবন্দর অতিক্রম করে বাংলাদেশে আসেন। এদের মধ্যে ৯ জেলে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দা। বাকি দুইজনের একজন ভোলার লালমোহনের নাজিরপুর ও আরেকজন বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামের বাসিন্দা। ফেরত আসা জেলেরা হলেন- উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারী (৫০), একই ইউনিয়নের জসিম উদ্দিন বয়াতী (৪০), আবুল মাতব্বর (৪৮), মো. সুমন (৩০), সোহরাব মাঝি (৩৭), সবুজ ব্যাপারী (৪৫), কামাল সরদার (৪০), কায়েস হাওলাদার, ফিরোজ খলিফা (৪০), ভোলার লালমোহনের নাজিরপুরের মোহতাহার (৪০) ও বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুরের করিম হোসেন (৩৫)।
গত ১৭ আগস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. বাবুল ব্যাপারীসহ ১২ জন জেলে এফবি সামিরা নামে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ১৯ আগস্ট আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা বাঁশ ও প্লাস্টিকের পট ধরে ভাসতে থাকেন। এ ঘটনায় জসিম হাওলাদার (২০) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বাকি ১১ জেলে ১৭ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ২০ আগস্ট ভারতের তালপট্টি জঙ্গলে আশ্রয় নেন। পরদিন (২১ আগস্ট) জোনাব মোল্লা নামে এক ভারতীয় জেলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের থানায় নিয়ে যায়। থানা থেকে জোনাব মোল্লা তাদেরকে নিজ জিম্মায় রাখেন। আইনি জটিলতায় দীর্ঘ দিন তাদের ভারতে আটকে থাকতে হয়েছে।
বাড়ি ফিরে আসা জেলে মো. বাবুল ব্যাপারী ঢাকা পোস্টকে বলেন, ঝড়ের কবলে আমাদের ট্রলার ডুবে যায়। পরে ভাসতে ভাসতে ভারতে প্রবেশ করি। আমরা কোনো অপরাধ করিনি। তারপরও আইনি প্রক্রিয়ার নামে দীর্ঘদিন আমাদের ভারতে আটকে থাকতে হয়েছে।
ভারতে আটকে পড়া জেলেদের বাড়ি ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করেছেন বাউফলের কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু। তিনি ঢাকা পোস্টকে বলেন, আটকে পড়া জেলেরা দীর্ঘদিন পর হলেও জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন এ জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি তাদের ফেরত আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করেছি। ২-১ দিন পর পর ভারতে আটকা পড়া জেলেদের সঙ্গে হোয়াটস অ্যাপে কথা বলে সাহস যুগিয়েছি। তারা ফিরে আসায় আমি খুশি হয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন বলেন, জেলেদের দেশে ফিরিয়ে আনতে স্থানীয় এমপি ও জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন। সকল আইনি প্রক্রিয়া শেষে জেলেরা দেশে ফিরে এসেছেন। ###