পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ভারতে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও এর পাশের এলাকায় অবস্থান করছিল। এই নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে পটুয়াখালীর প্রধান নদ-নদীর পানি বেড়েছে। এদিকে, সাগর উত্তাল থাকায় পায়রাসহ দেশের অন্যান্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে সাগরে মাছ ধরার ট্রলার এবং নৌকা নিরাপদে আশ্রয় ফিরতে শুরু করেছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (রোববার দুপুর ১২ থেকে সোমবার দুপুর ১২ পর্যন্ত) ৮০ দশমিক ৪ মিলিমিটার এবং সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী এক থেকে দুইদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী। এদিকে, পায়রা নদীতে সোমবার দুপুরে জোয়ারের সময় বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে জানান গেজ রিডার হাবিবুর রহমান।

বৃষ্টির পাশাপাশি জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া টানা বৃষ্টিতে পটুয়াখালী শহরের বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নদীতে নামতে না পারায় এবং জোয়ারের পানি শহরে প্রবেশ করায় বেশকিছু এলাকার সড়কে পানি উঠে গেছে।