ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়া হয়েছে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানকে। ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে করে লক্ষ্মীপুর জেলায় বসবাসকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ দলে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক ওয়ালে নানান ধরনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন তাদের দলের ত্যাগী প্রিয় এ নেতাকে। গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান এবং জমা দিয়েছে ৭ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
জানা গেছে, বর্তমান জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পালন করা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান জেলার রায়গঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের মৃত হাজী ওমর আলীর সন্তান। স্নাতক (সম্মান) ডিগ্রিধারী মোঃ শাহজাহান ২০০১ সনের ২১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম সংসদ ও ২০০৮ সনে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে নৌকা প্রতিকে ভোট করে ব্যাপক আলোচনায় আসেন। পরে ২০১৪ সনের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনেও নৌকা প্রতিক পান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, তবে দলের বৃহত্তর স্বার্থে নেত্রীর সিদ্ধান্তে নিজ মনোনয়ন পত্র প্রত্যাহার করে তখনকার ১৪ দল মহাজোট শরীক তরিকত ফেডারেশনর প্রার্থী লায়ন এম এ আউয়ালের পক্ষে চীপ এজেন্ট হিসেবে সক্রিয় ভাবে কাজ করেন তিনি। তখন দলের পক্ষে সংগঠিত থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সহায়তা করার পুরস্কার হিসেবে আঠারো সনে অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে অনেক শক্ত প্রার্থী থাকা সত্ত্বেও নৌকা প্রতিক পান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান।
পেশায় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ১৯৬৮-৭০ সনে ভাটরা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন কালীল ছাত্র লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হন। পর্যায় ক্রমে তিনি ১৯৭১- ১৯৭৩ পর্যন্ত রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করার পরে ১৯৭৩- ১৯৭৫ সময়কালে রামগঞ্জ থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৬ থেকে ২০০৩ সন পর্যন্ত রামগঞ্জ থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি এবং ২০০৩ সনে সম্মেলনের মাধ্যমে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ২০১৭ সাল পর্যন্ত তিনি দীর্ঘ প্রায় ১৪ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি একাধারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর এর চেয়ারম্যান, ডল্টা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি, ভাটরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পানিয়ালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আশরকোটা আল- আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি, নান্দিয়ারা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, রামগঞ্জ উপজেলা সমিতি ঢাকার আজীবন সদস্য, রামগঞ্জ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র -ছাত্রী ফাউন্ডেশন ঢাকা এর আজীবন সদস্য, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ১৯৯১- ২০০১ পর্যন্ত লক্ষ্মীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সহ সভাপতি ও ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা সমিতির দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন।
দৈনিক বাংলার মুকুল পএিকার সম্পাদক মন্ডলির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বক্তিগত জীবনে তিনি ৪ পুত্র সন্তানের জনক, বড় ছেলে মোঃ ইয়াসির আরাফাত যুক্তরাজ্যের লন্ডন থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী, মেজো ছেলে মোঃ ইমতিয়াজ আরাফাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্মান ডিগ্রিধারী, তৃতীয় ছেলে বাংলাদেশ সেনা বাহিনীর মেজর পদে কর্মরত, ছোট ছেলে মোঃ ইমতিয়াজ আরাফাত ব্যবসা প্রশাসনে স্নাতক সম্মান ডিগ্রিধারী।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের সাথে লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন লড়াইয়ে আরও অংশ নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট শিল্প পতি আশ্রাফ আলী চৌধুরী সারু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লক্ষ্মীপুর সমাচারের প্রকাশক ও সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা হেদায়েত হোসেন, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মামুন।
|
|
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও নৌকা পেলেন মুক্তিযোদ্ধা শাহাজাহান
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- ৬৪৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ