বিপ্লব চন্দ্র মাতব্বর,সিনয়র রিপোর্টার।
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হয়েছে । প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। নিয়মানুযায়ী এর ৯ দিনের মাথায় অর্থাৎ ৯ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। ঢাকার ধামরাইয়ে এটি পরিচিত যশোমাধবের রথযাত্রা নামে। গাজীপুরের জয়দেবপুরে মাণিক্যমাধবের রথযাত্রা। ভারতের উড়িষ্যা রাজ্যে যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথদেবের রথযাত্রাও উপমহাদেশখ্যাত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নানা নামে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকা’র অনুষ্ঠানমালায় আজ ইসকনের স্বামীবাগ আশ্রম মন্দির প্রাঙ্গণে সকাল ১১টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও দুপুর ১টায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বিকেল ৩টায় শুরু হয় রথটান। রথটানের মিছিলে হাজারো ভক্তদের সমাগমে রাজধানীর কানায় কানায় মুখরিত ছিল রাজপথ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে গিয়ে শেষ হবে মিছিলটি । সেখান থেকে ৯ জুলাই উল্টো রথযাত্রা শুরু হয়ে ইসকনের স্বামীবাগ আশ্রম মন্দিরে শেষ হবে।ইসকন মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস প্রভু দৈনিক মাতৃভূমিকে বলেন করনা মহামারির কারণে বিগত দুই বৎসর আমরা জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান করতে পারিনি তাই ভক্তদের মনে অনেক কষ্ট ছিল ।এবার আমরা ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঢাকার কেন্দ্রীয় ইসকন মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু করে রথটানের মিছিলটি কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দিরে শেষ করব।এছাড়াও পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও রথটান অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম ::
“আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত “
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ১০:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- ৮৬২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ