ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৮৮ লাখ টাকার টোল আদায় নরসিংদীতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা অগ্রিম ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রানা খাঁন লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ জন ভূমিহীন হাটের ও কোরবানিকৃত পশুর বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় অপসারণ করা হবে : মেয়র তাপস মণিরামপুরে ১২৮ টি ভুমিহীন পরিবারের হাতে তুলে দিলেন আশ্রয়ণ প্রকল্প(০২) এর ঘর। বিসিকের উদ্যোগে “উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বিসিকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা মতলব উত্তরে মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে অসির সচেতনামূলক সভা

গজারিয়ায় ম্যাগনাম ষ্টীল মিলের ধোঁয়ায় অন্ধকার দুটি ইউনিয়ন।

গজারিয়ায় ম্যাগনাম ষ্টীল মিলের ধোঁয়ায় অ
রাজু আহমেদ, গজারিয়া প্রতিনিধি।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পুরান বাউশিয়া সংলগ্ন ম্যাগনাম স্টিল (আকিজ) মিলের কালো ধোঁয়া গিলে খাচ্ছে এলাকাবাসীকে। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মারাত্মক কালো ধোঁয়া ছড়ানোর অভিযোগ থাকলেও বন্ধ করা যাচ্ছে না চরম এই পরিবেশ দূষণ।

বিষাক্ত কালো ধোঁয়ার কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে উপজেলার ভবেরচর ইউনিয়নবাসী। এ অবস্থায় স্থানীয় জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এ ধরনের পরিবেশে থাকলে মানুষের শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে ফুসফুস, কিডনি জটিলতা, হৃদরোগ, শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস রোগের প্রচণ্ড ঝুঁকিও অনেক বৃদ্ধি পায়।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে ওঠা পুরান বাউশিয়া এলাকায় ম্যাগনাম ষ্টীল (আকিজ) মিল থেকে নির্গত কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় ভবেরচর ইউনিয়নের বেশকিছু এলাকা। ফরে ওই এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক ও পথচারীরা নাক চেপে চলাচল করছেন। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পথ দিয়ে বাসায় ফিরে। এভাবে দিনের পর দিন পরিবেশের কোটি কোটি টাকার বৈদ্যুতিক তার ও রড নষ্ট হচ্ছে। এলাকাবাসী জানান, কোম্পানির কালো ধোঁয়া বন্ধের দাবিতে বাউশিয়া ইউনিয়ন ও ভবেরচর ইউনিয়নের সাধারণ মানুষ একাধিকবার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়েছে। এরপরও কর্তৃপক্ষ নির্বিকার। প্রতিদিন সকাল ৬টার পর থেকে কারখানার ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। সন্ধ্যা হলে এসব কারখানার ধোঁয়া আরো ব্যাপক আকার ধারণ করে। আর রাতে
“ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা
ধারণ করে মারাত্মক আকার। মনে হয় শীতকালের কুয়াশায় আচ্ছন্ন এলাকা ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া করে। এলাকায় মানুষের শ্বাস কষ্টজনিত রোগ বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।

তারা আরো জানান, জেলা পরিবেশ অধিদফতরের লোকজন প্রতিষ্ঠানগুলোতে একাধিকবার পরিদর্শন করে গেছেন। কিন্তু দূষণ বন্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে, পলি ক্যাবলস ও ম্যাগনাম স্টিল মিল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে।
এ বিষয়ে ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন বলেন, ভবেরচর ইউনিয়নের আ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে উঠা ম্যাগনাম স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা, নয়াকান্দি, আলিপুর, ভিটিকান্দি, আনারপুরা, সাতকাহনিয়া ও পার্শ্ববর্তী ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের শতশত মানুষ খারাপ অবস্থার মধ্যে আছেন। বিভিন্ন এলাকার ফলজ গাছগাছালি মারা গেছে। ফসল জমিতে ফসল হচ্ছে না। কোম্পানির কালো ধোঁয়ায় হসপিটালে রোগীদের সমস্যা হচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জন, জেলা পরিবেশ অধিদফতর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম স্যারকে অবগত করা হয়েছে। বার বার অভিযোগ জানানো হলেও পলি ক্যাবলস ও ম্যাগনাম স্টিল মিল কর্তৃপক্ষ ধোঁয়া পরিশোধন ও চারপাশে ছড়িয়ে পড়া বন্ধ করতে কোনো ব্যবস্থা নেয়নি। পরিশেষে তিনি জেলা পরিবেশ অধিদফতর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত ধোঁয়া বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুবাশশিরা বিনতে আলম বলেন, ধোঁয়া কালো হোক বা সাদা, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যত কালো হবে, ক্ষতিকর পদার্থের পরিমাণ তত বাড়বে। মিলের ধোঁয়া স্বাস্থ্যের জন্য আরও ঝুঁকিপূর্ন।

Tag :

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

গজারিয়ায় ম্যাগনাম ষ্টীল মিলের ধোঁয়ায় অন্ধকার দুটি ইউনিয়ন।

আপডেট টাইম ১২:৩২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

গজারিয়ায় ম্যাগনাম ষ্টীল মিলের ধোঁয়ায় অ
রাজু আহমেদ, গজারিয়া প্রতিনিধি।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পুরান বাউশিয়া সংলগ্ন ম্যাগনাম স্টিল (আকিজ) মিলের কালো ধোঁয়া গিলে খাচ্ছে এলাকাবাসীকে। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মারাত্মক কালো ধোঁয়া ছড়ানোর অভিযোগ থাকলেও বন্ধ করা যাচ্ছে না চরম এই পরিবেশ দূষণ।

বিষাক্ত কালো ধোঁয়ার কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে উপজেলার ভবেরচর ইউনিয়নবাসী। এ অবস্থায় স্থানীয় জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এ ধরনের পরিবেশে থাকলে মানুষের শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে ফুসফুস, কিডনি জটিলতা, হৃদরোগ, শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস রোগের প্রচণ্ড ঝুঁকিও অনেক বৃদ্ধি পায়।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে ওঠা পুরান বাউশিয়া এলাকায় ম্যাগনাম ষ্টীল (আকিজ) মিল থেকে নির্গত কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় ভবেরচর ইউনিয়নের বেশকিছু এলাকা। ফরে ওই এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক ও পথচারীরা নাক চেপে চলাচল করছেন। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পথ দিয়ে বাসায় ফিরে। এভাবে দিনের পর দিন পরিবেশের কোটি কোটি টাকার বৈদ্যুতিক তার ও রড নষ্ট হচ্ছে। এলাকাবাসী জানান, কোম্পানির কালো ধোঁয়া বন্ধের দাবিতে বাউশিয়া ইউনিয়ন ও ভবেরচর ইউনিয়নের সাধারণ মানুষ একাধিকবার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়েছে। এরপরও কর্তৃপক্ষ নির্বিকার। প্রতিদিন সকাল ৬টার পর থেকে কারখানার ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। সন্ধ্যা হলে এসব কারখানার ধোঁয়া আরো ব্যাপক আকার ধারণ করে। আর রাতে
“ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা
ধারণ করে মারাত্মক আকার। মনে হয় শীতকালের কুয়াশায় আচ্ছন্ন এলাকা ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া করে। এলাকায় মানুষের শ্বাস কষ্টজনিত রোগ বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।

তারা আরো জানান, জেলা পরিবেশ অধিদফতরের লোকজন প্রতিষ্ঠানগুলোতে একাধিকবার পরিদর্শন করে গেছেন। কিন্তু দূষণ বন্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে, পলি ক্যাবলস ও ম্যাগনাম স্টিল মিল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে।
এ বিষয়ে ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন বলেন, ভবেরচর ইউনিয়নের আ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে উঠা ম্যাগনাম স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা, নয়াকান্দি, আলিপুর, ভিটিকান্দি, আনারপুরা, সাতকাহনিয়া ও পার্শ্ববর্তী ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের শতশত মানুষ খারাপ অবস্থার মধ্যে আছেন। বিভিন্ন এলাকার ফলজ গাছগাছালি মারা গেছে। ফসল জমিতে ফসল হচ্ছে না। কোম্পানির কালো ধোঁয়ায় হসপিটালে রোগীদের সমস্যা হচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জন, জেলা পরিবেশ অধিদফতর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম স্যারকে অবগত করা হয়েছে। বার বার অভিযোগ জানানো হলেও পলি ক্যাবলস ও ম্যাগনাম স্টিল মিল কর্তৃপক্ষ ধোঁয়া পরিশোধন ও চারপাশে ছড়িয়ে পড়া বন্ধ করতে কোনো ব্যবস্থা নেয়নি। পরিশেষে তিনি জেলা পরিবেশ অধিদফতর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত ধোঁয়া বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুবাশশিরা বিনতে আলম বলেন, ধোঁয়া কালো হোক বা সাদা, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যত কালো হবে, ক্ষতিকর পদার্থের পরিমাণ তত বাড়বে। মিলের ধোঁয়া স্বাস্থ্যের জন্য আরও ঝুঁকিপূর্ন।