ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
” অভয়নগর সমিতি ঢাকা’র প্রীতি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত “ “র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ” দেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে দেশি-বিদেশি চক্রান্ত –অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ইকবালসহ মোট ০৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাজধানীতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও এনবিআর ঘেরাও চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫০ জলদস্যুর আত্মসমর্পণ “এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আয়োজনে পেশেন্ট ফোরাম টাঙ্গাইলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্যের প্রচারণা বাকেরগঞ্জে জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত। টাঙ্গাইলে তিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

বিধিমালা না মেনে মনগড়া ভাবে চলছে শিমুলের “এএনবি” শাহাদাতের “এমডিবি” রুবেল হাওলাদারের “পিবি” ইটভাটা

আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
————————————————————-

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০১৯’ এর আইন ও নিয়মনীতিকে তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপ্টার আবু নোমান ব্রিকস (এএনবি), পিন্স ব্রিকস (পিবি) ও মিয়ার বেড়ি বাজারের দক্ষিণে মায়ের দোয়া ব্রিকস (এমডিবি) ইটভাটার মালিক শিমুল, রুবেল হাওলাদার ও শাহাদাত । সরেজমিনে গিয়ে দেখা যায় যে, শিমুল, রুবেল হাওলাদার ও শাহাদাতের ফিটনেস বিহীন চুল্লির উচ্চতা মাত্র ৩৫ ফুট । ইটভাটার চুল্লি দিয়ে প্রতিনিয়ত ধূয়া বাহির হয়ে সেই ধূয়া পথচারীসহ ওই এলাকার শিশু কিশোর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় । বেশির ভাগ শিশুকিশোর শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে, এএনবি ইটভাটার মালিক শিমুলের পিয়ারাপুর বাজারে বিলাশ বহুল আলিশান ৬ তলা ভবন নির্মাণের কাজ চলছে, এতো টাকা আয়ের উৎস কোথা থেকে? দুদকের অভিযান পরিচালনা করা হোক বলেও জানিয়েছেন স্থানীয়রা । স্থানীয়রা আরো বলেন, এএনবি, পিবি ও এমডিবি ইটভাটার মালিকদের ইটভাটা গুলো এলাকার চার পাশে কৃষি জমি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে, এতে কৃষক পরিবাররা ক্ষুব্ধ । এবং,শিমুলের ৮টি, রুবেল হাওলাদারের ১০টি, ও সাহাদাতের ১০টি অবৈধ পাওয়ার টিলার ধারা ইটভাটায় মাটি আনা নেওয়া করায় প্রধান সড়ক সহ এলাকার রাস্তা ঘাটের বেহাল দশা ও ধুলোবালিতে জনজীবন অতিষ্ঠসহ এখান থেকে ছড়াতে পারে করোনা ভাইরাসের মতো বিশেষ মহামারী রোগ। ইট পোড়ানোর কাজে নির্ধারিত মাত্রার ছেড়ে অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি বা অনুরূপ উপাদান সম্বলিত কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে । শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও শিমুল, রুবেল হাওলাদার ও সাহাদাতের ইটভাটাতে ৫ বছরের শিশু থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত প্রায় ৭০-৮০ জন শিশুকে দিয়ে এ ইটভাটার ইট তৈরির কাজ করায় । ২০১৯ সালের প্রজ্ঞাপনে ব্লকের কথা বলা হলেও তা মানা হচ্ছে না , ব্লক বলতে বালি, সিমেন্ট, ফ্ল্যাই অ্যাশ বা অন্য কোনো উপাদান, মাটি ছাড়া পুড়িয়ে প্রস্তুত করার নির্মাণ সামগ্রী । এ দিকে এএনবি ইটভাটার মালিক শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাগজপত্র আছে কিনা সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আপনি কি পুলিশ প্রশাসন? আপনি সাংবাদিক তাতে কি হয়েছে? আমি ডিসি ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের কাছে জবাব দেবো! পাওয়ার টিলার বৈধ না অবৈধ সেটা জবাব দেবো প্রশাসনকে, আপনি যা ইচ্ছা তা লেখেন এ বলে তিনি ধমক দিয়ে কলটি কেটে দেন । অন্যদিকে পিবি ইটভাটার মালিক রুবেল হাওলাদার বলেন, আমি লক্ষ্মীপুরে পরিবেশ অফিসে আছি, আপনি পরিবেশ অফিসের দিকে আসেন? আপনি পারলে আমার ইটভাটা বন্ধ করি দেন, ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, পাওয়ার টিলার, শিশু শ্রম, কয়লার সাথে সালফার, অ্যাশ, মারকারি মিশানো,
রাস্তা ধ্বংস, লাড়কি জ্বালানো এসব বিষয়ে তিনি কোনো উত্তর না দিয়ে বিষয়গুলো এড়িয়ে যান । এমডিবি ইটভাটার মালিক সাহাদাত বলেন, আমার ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে, পাওয়ার টিলার ও কয়লার সাথে সালফার, অ্যাশ, মারকারি বা অনুরূপ উপাদান সম্বলিত মিক্স করার বিষয়ে তিনি কোন সদোত্তর না দিয়ে কলটি কেটে দেন । এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বৈধ আর অবৈধ কয়টি ইটভাটা আছে সেটাতো রেকর্ড দেখে বলতে হবে, আর আপনি জানেন কিনা চলতি বছরে আমরা প্রায় ১৬-১৭ টি অবৈধ ইটভাটার ড্রাম চিমনী নামিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি, এবং, কয়েক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে, ইতিমধ্যে আইন মানার জন্য আমরা সবাইকে চিঠি দিয়েছি, আইন না মানলে ব্যবস্থা নেব, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা । এ বিষয়ে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

Tag :

” অভয়নগর সমিতি ঢাকা’র প্রীতি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত “

বিধিমালা না মেনে মনগড়া ভাবে চলছে শিমুলের “এএনবি” শাহাদাতের “এমডিবি” রুবেল হাওলাদারের “পিবি” ইটভাটা

আপডেট টাইম ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
————————————————————-

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০১৯’ এর আইন ও নিয়মনীতিকে তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপ্টার আবু নোমান ব্রিকস (এএনবি), পিন্স ব্রিকস (পিবি) ও মিয়ার বেড়ি বাজারের দক্ষিণে মায়ের দোয়া ব্রিকস (এমডিবি) ইটভাটার মালিক শিমুল, রুবেল হাওলাদার ও শাহাদাত । সরেজমিনে গিয়ে দেখা যায় যে, শিমুল, রুবেল হাওলাদার ও শাহাদাতের ফিটনেস বিহীন চুল্লির উচ্চতা মাত্র ৩৫ ফুট । ইটভাটার চুল্লি দিয়ে প্রতিনিয়ত ধূয়া বাহির হয়ে সেই ধূয়া পথচারীসহ ওই এলাকার শিশু কিশোর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় । বেশির ভাগ শিশুকিশোর শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে, এএনবি ইটভাটার মালিক শিমুলের পিয়ারাপুর বাজারে বিলাশ বহুল আলিশান ৬ তলা ভবন নির্মাণের কাজ চলছে, এতো টাকা আয়ের উৎস কোথা থেকে? দুদকের অভিযান পরিচালনা করা হোক বলেও জানিয়েছেন স্থানীয়রা । স্থানীয়রা আরো বলেন, এএনবি, পিবি ও এমডিবি ইটভাটার মালিকদের ইটভাটা গুলো এলাকার চার পাশে কৃষি জমি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে, এতে কৃষক পরিবাররা ক্ষুব্ধ । এবং,শিমুলের ৮টি, রুবেল হাওলাদারের ১০টি, ও সাহাদাতের ১০টি অবৈধ পাওয়ার টিলার ধারা ইটভাটায় মাটি আনা নেওয়া করায় প্রধান সড়ক সহ এলাকার রাস্তা ঘাটের বেহাল দশা ও ধুলোবালিতে জনজীবন অতিষ্ঠসহ এখান থেকে ছড়াতে পারে করোনা ভাইরাসের মতো বিশেষ মহামারী রোগ। ইট পোড়ানোর কাজে নির্ধারিত মাত্রার ছেড়ে অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি বা অনুরূপ উপাদান সম্বলিত কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে । শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও শিমুল, রুবেল হাওলাদার ও সাহাদাতের ইটভাটাতে ৫ বছরের শিশু থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত প্রায় ৭০-৮০ জন শিশুকে দিয়ে এ ইটভাটার ইট তৈরির কাজ করায় । ২০১৯ সালের প্রজ্ঞাপনে ব্লকের কথা বলা হলেও তা মানা হচ্ছে না , ব্লক বলতে বালি, সিমেন্ট, ফ্ল্যাই অ্যাশ বা অন্য কোনো উপাদান, মাটি ছাড়া পুড়িয়ে প্রস্তুত করার নির্মাণ সামগ্রী । এ দিকে এএনবি ইটভাটার মালিক শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাগজপত্র আছে কিনা সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আপনি কি পুলিশ প্রশাসন? আপনি সাংবাদিক তাতে কি হয়েছে? আমি ডিসি ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের কাছে জবাব দেবো! পাওয়ার টিলার বৈধ না অবৈধ সেটা জবাব দেবো প্রশাসনকে, আপনি যা ইচ্ছা তা লেখেন এ বলে তিনি ধমক দিয়ে কলটি কেটে দেন । অন্যদিকে পিবি ইটভাটার মালিক রুবেল হাওলাদার বলেন, আমি লক্ষ্মীপুরে পরিবেশ অফিসে আছি, আপনি পরিবেশ অফিসের দিকে আসেন? আপনি পারলে আমার ইটভাটা বন্ধ করি দেন, ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, পাওয়ার টিলার, শিশু শ্রম, কয়লার সাথে সালফার, অ্যাশ, মারকারি মিশানো,
রাস্তা ধ্বংস, লাড়কি জ্বালানো এসব বিষয়ে তিনি কোনো উত্তর না দিয়ে বিষয়গুলো এড়িয়ে যান । এমডিবি ইটভাটার মালিক সাহাদাত বলেন, আমার ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে, পাওয়ার টিলার ও কয়লার সাথে সালফার, অ্যাশ, মারকারি বা অনুরূপ উপাদান সম্বলিত মিক্স করার বিষয়ে তিনি কোন সদোত্তর না দিয়ে কলটি কেটে দেন । এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বৈধ আর অবৈধ কয়টি ইটভাটা আছে সেটাতো রেকর্ড দেখে বলতে হবে, আর আপনি জানেন কিনা চলতি বছরে আমরা প্রায় ১৬-১৭ টি অবৈধ ইটভাটার ড্রাম চিমনী নামিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি, এবং, কয়েক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে, ইতিমধ্যে আইন মানার জন্য আমরা সবাইকে চিঠি দিয়েছি, আইন না মানলে ব্যবস্থা নেব, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা । এ বিষয়ে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।