ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন তলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ ভিজিএফ এর চাউল বিতরন লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৮৮ লাখ টাকার টোল আদায় নরসিংদীতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা অগ্রিম ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রানা খাঁন লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ জন ভূমিহীন হাটের ও কোরবানিকৃত পশুর বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় অপসারণ করা হবে : মেয়র তাপস মণিরামপুরে ১২৮ টি ভুমিহীন পরিবারের হাতে তুলে দিলেন আশ্রয়ণ প্রকল্প(০২) এর ঘর।

কর্ণফুলি ও আনোয়ারা পিএবি সড়ক তীব্র যানজটের ফলে জন দূর্ভোগে সাধারন মানুষ

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

কর্ণফুলীর তলদেশে টানেল ও চায়না ইকোনমিক জোন ঘিরে বদলে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায়ও আসছে বড়পরিবর্তন। চট্টগ্রামের শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটারের একটিসংযোগ সড়কের মাধ্যমে ঢাকা-কক্সবাজারের দূরত্ব ৫০ কিলোমিটার কমিয়ে আনার কাজ চলছে। নিরাপদ, দ্রুত, সময় ও ব্যয়সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নামে এই প্রকল্পের দ্রুত গতিতে চলছে কাজ।
কর্ণফুলী টানেল,চায়না ইকোনমিক জোন,নির্মাণে বিশাল কর্মযজ্ঞকে ঘিরে আর ব্যস্তময় হয়ে উঠছে চাতরী চৌমুহনী বাজারপ্রতিদিন কোরিয়ান ইপিজেডের শ্রমিক, সিইউএফএল,কাফকো,কর্মকতা- কর্মচারি সহ হাজার হাজার জনসাধারণ কর্মীর আসাযাওয়াও এ বাজার সড়ক দিয়ে।যানবাহন চাপ বাড়ছে প্রতিনিয়ত।
যানজটের প্রধান কারণ রাস্তার দু’পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, ভাসমান দোকান, অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালাচল ফলে সৃষ্টিহচ্ছে দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয় ট্রাপিক পুলিশদের।
পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী)সড়কের কালাবিবির দিঘি থেকে শিকলবাহা ওয়াই জংশন পর্যন্ত ছয় কিলোমিটার অংশেসড়ক সংস্কারের কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। তার ওপর চাতরী চৌমুহনী বাজারের নিয়মিত যানজটের কারণে সড়কেপ্রতিদিনই অনেক সময় নষ্ট হচ্ছে।
যাত্রীদের অভিযোগ , চাতরী চৌমুহনী বাজারের ওপর অবৈধ সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড হওয়ায় সড়ক সংকুচিত হয়েপড়েছে। আর এ কারণে চারপাশ থেকে আসা যানবাহন আটকে পড়ে।
সিএনজিচালিত অটোরিকশাচালক শফি বলেন, সারাক্ষণ সিএনজি দাঁড়িয়ে থাকে সড়কের ওপর। এতে করে প্রতিনিয়তযানজটের সৃষ্টি হয়।
চাতরী বাসিন্দা নুরুজ্জামান বলেন, ‘আমি শহর থেকে যাওয়া-আসা করে চাকরি করি। কিন্তু প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছি।
বর্তমানে বায়ুদূষণে ধুলার সঙ্গে যুক্ত হয়েছে গাড়ি ও শিল্পকারখানার ধোঁয়া। বর্তমানে বাতাসে ধুলা আগের চেয়ে পরিমাণে বেড়েছে।
গ্রীষ্মমণ্ডলীয় দেশ হিসেবে বাংলাদেশে ধুলা এমনিতে বেশি। এরপর কয়েক বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে উন্মুক্ত পরিবেশে নতুননতুন নির্মাণযজ্ঞ বাড়িয়েছে ধুলাদূষণ। শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত খানাখন্দে ভরা কিছুরাস্তা। এসব স্থান এলাকায় ধুলাবালুর আধিক্য দেখা যায়।
বর্তমানে খানাখন্দকে ভরপুর। সড়কের পিচ-খোয়া উঠে স্থানে স্থানে সৃষ্টি হওয়া ছোট-ছোট এই সব গর্ত এড়িয়ে যানবাহন চলছেএঁকে বেঁকে। পথচারী ও গাড়ির যাত্রীদের দূর্ভোগ পৌঁছেছে চরমে।
এ বিষয়ে চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ হাবিব হাসান বলেন, ‘আমরা চেষ্টা করছি চাতরী চৌমুহনী বাজারের যানজটনিরসনে। তবে গাড়ি বেড়ে যাওয়ার কারণে সমস্যা সমাধানে কষ্ট হয়।

Tag :

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

কর্ণফুলি ও আনোয়ারা পিএবি সড়ক তীব্র যানজটের ফলে জন দূর্ভোগে সাধারন মানুষ

আপডেট টাইম ০৬:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

কর্ণফুলীর তলদেশে টানেল ও চায়না ইকোনমিক জোন ঘিরে বদলে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায়ও আসছে বড়পরিবর্তন। চট্টগ্রামের শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটারের একটিসংযোগ সড়কের মাধ্যমে ঢাকা-কক্সবাজারের দূরত্ব ৫০ কিলোমিটার কমিয়ে আনার কাজ চলছে। নিরাপদ, দ্রুত, সময় ও ব্যয়সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নামে এই প্রকল্পের দ্রুত গতিতে চলছে কাজ।
কর্ণফুলী টানেল,চায়না ইকোনমিক জোন,নির্মাণে বিশাল কর্মযজ্ঞকে ঘিরে আর ব্যস্তময় হয়ে উঠছে চাতরী চৌমুহনী বাজারপ্রতিদিন কোরিয়ান ইপিজেডের শ্রমিক, সিইউএফএল,কাফকো,কর্মকতা- কর্মচারি সহ হাজার হাজার জনসাধারণ কর্মীর আসাযাওয়াও এ বাজার সড়ক দিয়ে।যানবাহন চাপ বাড়ছে প্রতিনিয়ত।
যানজটের প্রধান কারণ রাস্তার দু’পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, ভাসমান দোকান, অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালাচল ফলে সৃষ্টিহচ্ছে দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয় ট্রাপিক পুলিশদের।
পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী)সড়কের কালাবিবির দিঘি থেকে শিকলবাহা ওয়াই জংশন পর্যন্ত ছয় কিলোমিটার অংশেসড়ক সংস্কারের কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। তার ওপর চাতরী চৌমুহনী বাজারের নিয়মিত যানজটের কারণে সড়কেপ্রতিদিনই অনেক সময় নষ্ট হচ্ছে।
যাত্রীদের অভিযোগ , চাতরী চৌমুহনী বাজারের ওপর অবৈধ সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড হওয়ায় সড়ক সংকুচিত হয়েপড়েছে। আর এ কারণে চারপাশ থেকে আসা যানবাহন আটকে পড়ে।
সিএনজিচালিত অটোরিকশাচালক শফি বলেন, সারাক্ষণ সিএনজি দাঁড়িয়ে থাকে সড়কের ওপর। এতে করে প্রতিনিয়তযানজটের সৃষ্টি হয়।
চাতরী বাসিন্দা নুরুজ্জামান বলেন, ‘আমি শহর থেকে যাওয়া-আসা করে চাকরি করি। কিন্তু প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছি।
বর্তমানে বায়ুদূষণে ধুলার সঙ্গে যুক্ত হয়েছে গাড়ি ও শিল্পকারখানার ধোঁয়া। বর্তমানে বাতাসে ধুলা আগের চেয়ে পরিমাণে বেড়েছে।
গ্রীষ্মমণ্ডলীয় দেশ হিসেবে বাংলাদেশে ধুলা এমনিতে বেশি। এরপর কয়েক বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে উন্মুক্ত পরিবেশে নতুননতুন নির্মাণযজ্ঞ বাড়িয়েছে ধুলাদূষণ। শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত খানাখন্দে ভরা কিছুরাস্তা। এসব স্থান এলাকায় ধুলাবালুর আধিক্য দেখা যায়।
বর্তমানে খানাখন্দকে ভরপুর। সড়কের পিচ-খোয়া উঠে স্থানে স্থানে সৃষ্টি হওয়া ছোট-ছোট এই সব গর্ত এড়িয়ে যানবাহন চলছেএঁকে বেঁকে। পথচারী ও গাড়ির যাত্রীদের দূর্ভোগ পৌঁছেছে চরমে।
এ বিষয়ে চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ হাবিব হাসান বলেন, ‘আমরা চেষ্টা করছি চাতরী চৌমুহনী বাজারের যানজটনিরসনে। তবে গাড়ি বেড়ে যাওয়ার কারণে সমস্যা সমাধানে কষ্ট হয়।