ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা অগ্রিম ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রানা খাঁন লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭০ জন ভূমিহীন হাটের ও কোরবানিকৃত পশুর বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় অপসারণ করা হবে : মেয়র তাপস মণিরামপুরে ১২৮ টি ভুমিহীন পরিবারের হাতে তুলে দিলেন আশ্রয়ণ প্রকল্প(০২) এর ঘর। বিসিকের উদ্যোগে “উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বিসিকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা মতলব উত্তরে মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে অসির সচেতনামূলক সভা নারায়ণগঞ্জের বন্দর ষষ্ঠ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন ভূমি সেবা সপ্তাহ-২০২৪ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগেএ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে রামগঞ্জে ২টি কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

অগ্রহনণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না,পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

মাসুম বিল্লাহ, বরিশাল প্রতিনিধিঃ-

অপরাধ নির্মূলে বাংলাদেশ পুলিশের অপরিসীম সক্ষমতা রয়েছে, অপরিনামদর্শী বা অপেশাদার কর্মকান্ডের সুযোগ নেই।বরিশাল চাঁদমারি পুলিশ অফিসার্স মেসে আজ শনিবার (৯) জানুয়ারি সকাল ১০ টায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের (বিএমপি) পুলিশ কর্তৃক “উদ্দীপনা মূলক কর্মশালা- ২০২১ এর উদ্ধোধন করেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের উর্দেশ্যে তিনি বলেন, আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, আমরা রাষ্ট্রের সুরক্ষায় অতি বিশ্বস্থ আগুয়ান এক বাহিনী যাঁদের জনগণকে পাশে নিয়ে অগ্রভাগ থেকে সেবা নিশ্চিত এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সেই চেতনা অবশ্যই বজায় রেখে নতুন বছরের উদ্দম কাজে লাগিয়ে আরও শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে।পৃথিবীর সব মানুষ খারাপ হলেও “মা” এর কোন বদনাম যেমন অসহনীয়, তেমনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশের কোন বদনাম অসহনীয়।নির্ভূল নিরেপক্ষ তথ্য উপস্থাপন করেও কখনো কখনো ক্ষণিকের বদনাম পোহাতে হয়। সুতারং মানবাধিকার সমুন্নত রেখে , নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমনে যতটুকু সক্ষমতা প্রয়োজন তা প্রয়োগ করতে হবে। সরকারের দেয়া সর্বোচ্চ সুযোগ সুবিধায় সন্তুষ্ট থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে, নিয়ত ঠিক রেখে চাকুরী করলে বেহেশতে যাওয়ার পথ সুগম রয়েছে। প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে,পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা, অগ্রহনণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না।কর্মশালায় অতিথি স্পীকার হিসেবে ” শিষ্টাচার ও সদাচরণ ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক আলোচনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লা।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লার সঞ্চালনায়,এ সময় উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,উপ -পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ
Tag :

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা

অগ্রহনণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না,পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

আপডেট টাইম ০৬:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

মাসুম বিল্লাহ, বরিশাল প্রতিনিধিঃ-

অপরাধ নির্মূলে বাংলাদেশ পুলিশের অপরিসীম সক্ষমতা রয়েছে, অপরিনামদর্শী বা অপেশাদার কর্মকান্ডের সুযোগ নেই।বরিশাল চাঁদমারি পুলিশ অফিসার্স মেসে আজ শনিবার (৯) জানুয়ারি সকাল ১০ টায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের (বিএমপি) পুলিশ কর্তৃক “উদ্দীপনা মূলক কর্মশালা- ২০২১ এর উদ্ধোধন করেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের উর্দেশ্যে তিনি বলেন, আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, আমরা রাষ্ট্রের সুরক্ষায় অতি বিশ্বস্থ আগুয়ান এক বাহিনী যাঁদের জনগণকে পাশে নিয়ে অগ্রভাগ থেকে সেবা নিশ্চিত এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সেই চেতনা অবশ্যই বজায় রেখে নতুন বছরের উদ্দম কাজে লাগিয়ে আরও শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে।পৃথিবীর সব মানুষ খারাপ হলেও “মা” এর কোন বদনাম যেমন অসহনীয়, তেমনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশের কোন বদনাম অসহনীয়।নির্ভূল নিরেপক্ষ তথ্য উপস্থাপন করেও কখনো কখনো ক্ষণিকের বদনাম পোহাতে হয়। সুতারং মানবাধিকার সমুন্নত রেখে , নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমনে যতটুকু সক্ষমতা প্রয়োজন তা প্রয়োগ করতে হবে। সরকারের দেয়া সর্বোচ্চ সুযোগ সুবিধায় সন্তুষ্ট থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে, নিয়ত ঠিক রেখে চাকুরী করলে বেহেশতে যাওয়ার পথ সুগম রয়েছে। প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে,পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা, অগ্রহনণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না।কর্মশালায় অতিথি স্পীকার হিসেবে ” শিষ্টাচার ও সদাচরণ ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক আলোচনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লা।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লার সঞ্চালনায়,এ সময় উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,উপ -পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ