ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় প্রচন্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের ক্ষুধা-তৃষ্ণা নিবারণে আওয়ামীলীগ নেতা দুলু বাকেরগঞ্জে ভোটের গনসংযোগ শেষে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু। টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় তিন বাসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত। রাজধানীর জুরাইনে (,ডিএমপি,) ট্রাফিকের উদ্যোগে সাধারণ জনগণ,পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ বরিশালে সাজানো মামলায় কারাবাস: ভুক্তভোগীর আক্ষেপ, বাদীর উল্লাস –ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে কিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধুর আত্মহত্যা বিএনইজি ও এমজেসিবি ‘র ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

সৈয়দপুরে সবজি নিয়ে আসা চাষীদের পৌর পাইকারী বাজারের প্রবেশে বাধা সৃষ্টির অভিযোগ

শাহজাহান আলী মনন , সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ক্ষেত থেকে নিয়ে আসা সবজি চাষীদের পৌর পাইকারী আড়তের প্রবেশ পথে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ জুন শনিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের উপজেলা থেকে সবজি নিয়ে আসা চাষীদপর বাধা দিয়ে বাইপাস সড়কের নতুন সবজি বাজারে ফিরিয়ে দিয়েছন ওই বাজারপর সভাপতি মিজানুর রহমান লিটনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল। এসময় চাষীদের সাথে বাকবিতন্ডা করাসহ খারাপ আচরণ করেছে ওই বাধা প্রদানকারী দল। এমনকি কোন কোন চাষীর বাই সাইকেল ও ভ্যানও ভাঙ্চুর করা হয়েছে। এক পর্যায়ে ওই দলটি প্রায় ২৫/৩০ জন চাষীকে সবজিসহ এক প্রকার জোর পূর্বক নতুন সবজি বাজারে নিয়ে গেছে। এমন অভিযোগ তুলে এ ব্যাপারে সমাধান দাবী করেছেন নয়াবাজার পুরাতন সবজি আড়তের ব্যাবসায়ীরা।
এদিকে চাষীদের দাবী তারা পৌর সবজি আড়তে তাদের পন্যের ন্যায্য মূল্য পান। কিন্তু নতুন সবজি বাজারে সঠিক মূল্যের অনেক কমে বিক্রি করতে হয়। যার কারণে তারা সবজি আড়তেই তাদের মালামাল বিক্রি করতে স্বাছদ বোধ করেন। কিন্তু তাদেরকে পৌর সবজি আড়তে আসার পথে মোড়ে মোড়ে বাধা প্রদান করা হচ্ছে। অনকের ভ্যান সাইকেল ভাঙ্চুর করে মালামাল ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে  নতুন সবজি বাজারে। এতে আর্থিকভাব ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজি চাষী কৃষকরা। এ নিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর তালতলাপড়াার মোখলেছুর রহমান নামে এক চাষী পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
একই এলাকার নুরুজ্জামান, জিকরুল হক, ইয়াকুব, জালাল উদ্দীন ও আব্দুস সামাদ বলেন, মহামারি করোনার কারণে অনেক কষ্টে শেষ সম্বল সবজি টুকু বাজারে বিক্রি করে সংসার চালাই। সবজি নিয়ে শহরের পৌর সবজি আড়ৎ নয়াবাজার আসার সময় রাবেয়া মিলের কাছে ও ওয়াবদা মোড় এলাকায় আটক করে ভ্যান ও সাইকেল ভাংচুর করে মালামাল ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বাধা দিলে মার ডাং করছে বাইপাসনসরকে গড়ে ওঠা নতুন পাইকারী কাচা বাজার সমিতির লোকজন। বিভিন মোড়ে সবজি চাষীদের মার ডাং ও হয়রানীর অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে  পৌর নয়াবাজার সবজি আড়তের সাধারণ সম্পাদক মাকসুদ আলম গোল্ডন ও সহ সম্পাদক কবিরুল জানান, আমরা দীর্ঘ কযেক বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। একটি মহল আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। এখনে আমাদের বাজারে সবজি নিয়ে আসা চাষীদের মার ডাং ও মালামাল ছিনিয়ে নেয়া হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ ওই বাজারর কর্তৃপক্ষ সন্ত্রাসী কায়দায় কৃষক ও চাষীদের তাদের বাজারে গিয়ে পন্য বিক্রি করতে বাধ্য করছেন এবং অনেক সময় মারপিটও করছেন। এ নিয়ে আমরা মহিলা এমপি রাবয়া আলিমসহ, উপজলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমদ, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানকে জানিয়ছি। তারা বিষয়টি মিমাংসার জন্য সময় নিয়েছেন। কিন্তু ওই বাজারের লোকজন তাদের কথাও মানছেনা। যার কারণ জোড় করে চাষীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বাজার নিয়ে যাওয়ার মত কান্ড ঘটিয়েই চলেছে। আমরা সমাজের সচেতন মহলের কাছে এর বিচার চাই।
এব্যাপারে বাইপাস সড়কে অবস্থিত পৌর পাইকারী কাঁচা বাজার সমিতির সভাপতি মিজানুর রহমান লিটন বলেন,  আমরা নয়াবাজার পৌর সবজি আড়তে গিয়েছিলাম। গত কয়কদিন যাবত যে চাষীরা আমাদের বাইপাস সড়কের বাজারে পন্য বিক্রি করতো তারা ইদানিং না আসায় খবর নেয়ার জন্যই মূলত যাওয়া হয়েছিল। সেখান কয়েকজনকে দেখা পেয়ে আমাদের বাজারে যাওয়ার জন্য বলেছি মাত্র। কোন প্রকার বাধ্য করা হয়নি।
উল্লেখ্য, সবজি বাজার নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছ। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের মত অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন ব্যবসায়ীরা।
Tag :

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় প্রচন্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের ক্ষুধা-তৃষ্ণা নিবারণে আওয়ামীলীগ নেতা দুলু

সৈয়দপুরে সবজি নিয়ে আসা চাষীদের পৌর পাইকারী বাজারের প্রবেশে বাধা সৃষ্টির অভিযোগ

আপডেট টাইম ০২:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
শাহজাহান আলী মনন , সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ক্ষেত থেকে নিয়ে আসা সবজি চাষীদের পৌর পাইকারী আড়তের প্রবেশ পথে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ জুন শনিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের উপজেলা থেকে সবজি নিয়ে আসা চাষীদপর বাধা দিয়ে বাইপাস সড়কের নতুন সবজি বাজারে ফিরিয়ে দিয়েছন ওই বাজারপর সভাপতি মিজানুর রহমান লিটনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল। এসময় চাষীদের সাথে বাকবিতন্ডা করাসহ খারাপ আচরণ করেছে ওই বাধা প্রদানকারী দল। এমনকি কোন কোন চাষীর বাই সাইকেল ও ভ্যানও ভাঙ্চুর করা হয়েছে। এক পর্যায়ে ওই দলটি প্রায় ২৫/৩০ জন চাষীকে সবজিসহ এক প্রকার জোর পূর্বক নতুন সবজি বাজারে নিয়ে গেছে। এমন অভিযোগ তুলে এ ব্যাপারে সমাধান দাবী করেছেন নয়াবাজার পুরাতন সবজি আড়তের ব্যাবসায়ীরা।
এদিকে চাষীদের দাবী তারা পৌর সবজি আড়তে তাদের পন্যের ন্যায্য মূল্য পান। কিন্তু নতুন সবজি বাজারে সঠিক মূল্যের অনেক কমে বিক্রি করতে হয়। যার কারণে তারা সবজি আড়তেই তাদের মালামাল বিক্রি করতে স্বাছদ বোধ করেন। কিন্তু তাদেরকে পৌর সবজি আড়তে আসার পথে মোড়ে মোড়ে বাধা প্রদান করা হচ্ছে। অনকের ভ্যান সাইকেল ভাঙ্চুর করে মালামাল ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে  নতুন সবজি বাজারে। এতে আর্থিকভাব ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজি চাষী কৃষকরা। এ নিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর তালতলাপড়াার মোখলেছুর রহমান নামে এক চাষী পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
একই এলাকার নুরুজ্জামান, জিকরুল হক, ইয়াকুব, জালাল উদ্দীন ও আব্দুস সামাদ বলেন, মহামারি করোনার কারণে অনেক কষ্টে শেষ সম্বল সবজি টুকু বাজারে বিক্রি করে সংসার চালাই। সবজি নিয়ে শহরের পৌর সবজি আড়ৎ নয়াবাজার আসার সময় রাবেয়া মিলের কাছে ও ওয়াবদা মোড় এলাকায় আটক করে ভ্যান ও সাইকেল ভাংচুর করে মালামাল ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বাধা দিলে মার ডাং করছে বাইপাসনসরকে গড়ে ওঠা নতুন পাইকারী কাচা বাজার সমিতির লোকজন। বিভিন মোড়ে সবজি চাষীদের মার ডাং ও হয়রানীর অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে  পৌর নয়াবাজার সবজি আড়তের সাধারণ সম্পাদক মাকসুদ আলম গোল্ডন ও সহ সম্পাদক কবিরুল জানান, আমরা দীর্ঘ কযেক বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। একটি মহল আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। এখনে আমাদের বাজারে সবজি নিয়ে আসা চাষীদের মার ডাং ও মালামাল ছিনিয়ে নেয়া হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ ওই বাজারর কর্তৃপক্ষ সন্ত্রাসী কায়দায় কৃষক ও চাষীদের তাদের বাজারে গিয়ে পন্য বিক্রি করতে বাধ্য করছেন এবং অনেক সময় মারপিটও করছেন। এ নিয়ে আমরা মহিলা এমপি রাবয়া আলিমসহ, উপজলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমদ, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানকে জানিয়ছি। তারা বিষয়টি মিমাংসার জন্য সময় নিয়েছেন। কিন্তু ওই বাজারের লোকজন তাদের কথাও মানছেনা। যার কারণ জোড় করে চাষীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বাজার নিয়ে যাওয়ার মত কান্ড ঘটিয়েই চলেছে। আমরা সমাজের সচেতন মহলের কাছে এর বিচার চাই।
এব্যাপারে বাইপাস সড়কে অবস্থিত পৌর পাইকারী কাঁচা বাজার সমিতির সভাপতি মিজানুর রহমান লিটন বলেন,  আমরা নয়াবাজার পৌর সবজি আড়তে গিয়েছিলাম। গত কয়কদিন যাবত যে চাষীরা আমাদের বাইপাস সড়কের বাজারে পন্য বিক্রি করতো তারা ইদানিং না আসায় খবর নেয়ার জন্যই মূলত যাওয়া হয়েছিল। সেখান কয়েকজনকে দেখা পেয়ে আমাদের বাজারে যাওয়ার জন্য বলেছি মাত্র। কোন প্রকার বাধ্য করা হয়নি।
উল্লেখ্য, সবজি বাজার নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছ। যে কোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের মত অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন ব্যবসায়ীরা।