রফিক কুুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যেসব এলাকায় গণহত্যা হয়েছে। সেসব এলাকায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে।

জয়বাংলা কেবলমাত্র একটি স্লোগান নয়, এটি একটি আদর্শের নাম মন্তব্য করে হানিফ বলেন, জয়বাংলা বাঙালির স্লোগান, একটি জাতির স্লোগান। যারা বিভেদ, মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতি করে, যারা বাংলাকে ঘৃণা করে বিজাতীয় রাজনীতি, ভাষা ও কৃষ্টিকে বাংলার মানুষের ওপর চাপিয়ে দিতে চায়, যারা মুক্তিযুদ্ধের মূলমন্ত্রকেই অস্বীকার করে তাদের গাত্রদাহ হয় এই স্লোগান শুনলে, ঠিক যেমনটি হতো পাকিস্তানিদের। জয়বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে পায় উলেখ করে তিনি বলেন, এ স্লোগান শুনেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব জয়বাংলা স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) রফিকুল আলম টুকু, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।