শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর জলঢাকায় র্যাবের হাতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি আ. ন. ম. ইমরান খান এর নেতৃত্বে ২৬ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১২ টায় নীলফামারী জেলার জলঢাকা থানাধীন পূর্ব কাঠালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ সরকার পাড়ার পাশে চেয়ারম্যান পুলের ১ কিঃমিঃ পূর্বদিকে দিনাজপুর ক্যানেল রোডে পাওয়ার গ্রীড টাওয়ারের নীচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এরা হলো লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানর উত্তর শিংগিমারি গ্রামের মৃত মোঃ শহর আলীর ছেলে মোঃ আমিনুর রহমান (৩৫) ও মধ্য ঘড্ডিমারী গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে মোঃ মজিবুর রহমান (৩৫)। উল্লেখ্য ২ নং আসামীকে মাদক ক্রয়-বিক্রয় পরিবহন কাজে ব্যবহৃত ১ টি চার্জার ভ্যানসহ আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ডিএডি মোঃ আব্দুল হান্নান উক্ত মামলার বাদী হয়ে নীলফামারী জেলার জলঢাকা থানায় আসামীদ্বয়ের নামে একটি মাদক মামলা রুজু করেন। এ ব্যাপারে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের এএসপি আ. ন. ম. ইমরান খান জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, জঙ্গীবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরন, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান এবং বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
সংবাদ শিরোনাম ::
নীলফামারীর জলঢাকায় র্যাবের হাতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৪৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- ৯১৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ