ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে কিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধুর আত্মহত্যা বিএনইজি ও এমজেসিবি ‘র ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন “বাংলাদেশের হিট অফিসার কী করছেন? হিট নিয়ন্ত্রণে “ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের নগদ অর্থ সহায়তায়: আ জ ম নাসির “স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা ঢাকা মতিঝিলে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

১০৩ টাকায় পুলিশের চাকরি পেলেন চৌগাছার চুমকি খাতুন

মাত্র১০৩টাকায়পুলিশেরকনস্টেবলপদেচাকরিপেলেনযশোরেরচৌগাছাউপজেলারসিংহঝুলিইউনিয়নেরমশিউরনগরগ্রামেরমোঃইয়াকুবআলীরমেয়েচুমকিখাতুন।

চুমকি খাতুন সিংহঝুলি শহীদ মশিউর নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে তিনি এই সরকারি কলেজ থেকে অনার্সের প্রথম বর্ষে লেখাপড়া করছেন।

 পারিবারের ভাবে আর্থিক অবস্থা তেমন ভালোনা, তারপরেও বাদ যায়নি তার লেখাপড়া শিখার আগ্রহ।

 যশোর জেলা পুলিশ সুপার জুন মাসে ১০৩ টাকার বিনিমেয় যোগ্যতা অনুসারে পুলিশের কনস্টেবল পদে লোক নেবার বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চুমকি খাতুন জানতে পারে পুলিশে লোক নিয়োগ দেওয়া হবে। চুমকির ইচ্ছা ছিল পুলিশ হবে।

২২জুনছুটেযানযশোরেশিক্ষাগতযোগ্যতারকাগজপত্রনিয়েদাঁড়িয়েযানলাইনে।প্রাথমিকপরীক্ষায়উত্তীর্ণহনএরপরবাকিসকলপরীক্ষায়উত্তীর্ণহয়েপুলিশেরচাকরিটাপেয়েযান।

চুমকি খাতুন সাংবাদিকদের জানান, অভাব-অনাটনের মধ্যে আমার বেড়ে ওঠা ৩ বোন ১ ভাই আর বাবা-মা নিয়ে আমাদের সংসার। ভাই-বোন সকলের বড় চুমকি। মেজ বোন মিথিলা খাতুন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। অন্য ভাই-বোন সকলেই লেখাপড়া করছে। বাবা ইয়াকুব আলী স্থানীয় একটি ‘স’ মিলে কাজ করতেন। বেশ আগে একটি দুর্ঘটনায় তাঁর বাম হাত কেটে ফেলতে হয়। সংসারের আয়-রোজগারের একমাত্র ব্যক্তি পঙ্গু হয়ে যাওয়ায় চরম অসহায় হয়ে পড়ি আমরা। বাবা কিছুটা সুস্থ হয়ে মাঠে কাজ করে সংসার চালান। অনেক কষ্টে চলে আমাদের সংসার, এর মধ্যে চার ভাই-বোনকে বাবা লেখাপড়া করাচ্ছেন। চাকরিটা পেয়ে আমরা সকলেই মহা খুশি হয়েছি। এখন আমি নিজের পড়ালেখা শেষ করতে পারব, ছোট ভাই-বোনদেরও পড়ালেখা করাতে পারব।

 চুমকিরবাবাইয়াকুবআলীসাংবাদিকদেরবলেন, আমরাভাবতেওপারিনিআমারমেয়েরচাকরিহবে।প্রথমেবিশ্বাসইহচ্ছিলনা।পরেযখনএইচাকরিনিয়েনানাতোলপাড়সৃষ্টিহলোতখনইবিশ্বাসকরলাম।মেয়েরচাকরিতেকতযেখুশিহয়েছিতাবলেবোঝাতেপারবনা।এসময়তিনিখুশিতেকেঁদেফেলেন।

কোন প্রকার তদবির ছাড়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবারের নিয়োগ হওয়ায় চৌগাছার ১৪টি দরিদ্র পরিবারের ছেলে মেয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছে।

 জানাগেছে, যশোরের ৮ উপজেলা থেকে অনেক কৃষক, মজুর, সেলুন কর্মচারী, রিক্সাচালকের ছেলে ও মেয়েরা পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। আর এর সবই সম্ভব হয়েছে যশোর জেলা পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম বার এর নিপেক্ষতা ও সচ্ছতার কারনে।

Tag :

জনপ্রিয় সংবাদ

–ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে কিশোর গ্যাংয়ের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১০৩ টাকায় পুলিশের চাকরি পেলেন চৌগাছার চুমকি খাতুন

আপডেট টাইম ১২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯

মাত্র১০৩টাকায়পুলিশেরকনস্টেবলপদেচাকরিপেলেনযশোরেরচৌগাছাউপজেলারসিংহঝুলিইউনিয়নেরমশিউরনগরগ্রামেরমোঃইয়াকুবআলীরমেয়েচুমকিখাতুন।

চুমকি খাতুন সিংহঝুলি শহীদ মশিউর নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে তিনি এই সরকারি কলেজ থেকে অনার্সের প্রথম বর্ষে লেখাপড়া করছেন।

 পারিবারের ভাবে আর্থিক অবস্থা তেমন ভালোনা, তারপরেও বাদ যায়নি তার লেখাপড়া শিখার আগ্রহ।

 যশোর জেলা পুলিশ সুপার জুন মাসে ১০৩ টাকার বিনিমেয় যোগ্যতা অনুসারে পুলিশের কনস্টেবল পদে লোক নেবার বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চুমকি খাতুন জানতে পারে পুলিশে লোক নিয়োগ দেওয়া হবে। চুমকির ইচ্ছা ছিল পুলিশ হবে।

২২জুনছুটেযানযশোরেশিক্ষাগতযোগ্যতারকাগজপত্রনিয়েদাঁড়িয়েযানলাইনে।প্রাথমিকপরীক্ষায়উত্তীর্ণহনএরপরবাকিসকলপরীক্ষায়উত্তীর্ণহয়েপুলিশেরচাকরিটাপেয়েযান।

চুমকি খাতুন সাংবাদিকদের জানান, অভাব-অনাটনের মধ্যে আমার বেড়ে ওঠা ৩ বোন ১ ভাই আর বাবা-মা নিয়ে আমাদের সংসার। ভাই-বোন সকলের বড় চুমকি। মেজ বোন মিথিলা খাতুন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। অন্য ভাই-বোন সকলেই লেখাপড়া করছে। বাবা ইয়াকুব আলী স্থানীয় একটি ‘স’ মিলে কাজ করতেন। বেশ আগে একটি দুর্ঘটনায় তাঁর বাম হাত কেটে ফেলতে হয়। সংসারের আয়-রোজগারের একমাত্র ব্যক্তি পঙ্গু হয়ে যাওয়ায় চরম অসহায় হয়ে পড়ি আমরা। বাবা কিছুটা সুস্থ হয়ে মাঠে কাজ করে সংসার চালান। অনেক কষ্টে চলে আমাদের সংসার, এর মধ্যে চার ভাই-বোনকে বাবা লেখাপড়া করাচ্ছেন। চাকরিটা পেয়ে আমরা সকলেই মহা খুশি হয়েছি। এখন আমি নিজের পড়ালেখা শেষ করতে পারব, ছোট ভাই-বোনদেরও পড়ালেখা করাতে পারব।

 চুমকিরবাবাইয়াকুবআলীসাংবাদিকদেরবলেন, আমরাভাবতেওপারিনিআমারমেয়েরচাকরিহবে।প্রথমেবিশ্বাসইহচ্ছিলনা।পরেযখনএইচাকরিনিয়েনানাতোলপাড়সৃষ্টিহলোতখনইবিশ্বাসকরলাম।মেয়েরচাকরিতেকতযেখুশিহয়েছিতাবলেবোঝাতেপারবনা।এসময়তিনিখুশিতেকেঁদেফেলেন।

কোন প্রকার তদবির ছাড়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবারের নিয়োগ হওয়ায় চৌগাছার ১৪টি দরিদ্র পরিবারের ছেলে মেয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছে।

 জানাগেছে, যশোরের ৮ উপজেলা থেকে অনেক কৃষক, মজুর, সেলুন কর্মচারী, রিক্সাচালকের ছেলে ও মেয়েরা পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। আর এর সবই সম্ভব হয়েছে যশোর জেলা পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম বার এর নিপেক্ষতা ও সচ্ছতার কারনে।