নাটকীয় পতন, ৫ রানে নেই ৭ উইকেট
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ১০:০৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ১০:০৯:০৪ অপরাহ্ন
শ্রীলঙ্কা ক্রিকেট দলকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়েছিলো বাংলাদেশ। ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান করে ভালো অবস্থানে ছিল টাইগাররা। কিন্তু মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় সফরকারীরা।
একের পর এক সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। ১৬.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করা বাংলাদেশ, এরপর ২০.৫ ওভার তথা ২৫ বলের ব্যবধানে ৫ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট।
এরপর নাটকীয় ধস থামালেও প্রতিরোধ বেশিক্ষণ করতে পারলেন না তানভির ইসলাম ও জাকের আলি। মাহিশ থিকশানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন তানভির।
১৯ বলে ৫ রান করেন অভিষিক্ত স্পিনার। তার বিদায়ে ভাঙে ২০ রানের নবম উইকেট জুটি। ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। ১৫ রানে অপরাজিত জাকের আলি। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২৫ রান।
এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে ২৪৪ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স