
শ্রীলঙ্কা ক্রিকেট দলকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়েছিলো বাংলাদেশ। ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান করে ভালো অবস্থানে ছিল টাইগাররা। কিন্তু মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় সফরকারীরা।
একের পর এক সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। ১৬.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করা বাংলাদেশ, এরপর ২০.৫ ওভার তথা ২৫ বলের ব্যবধানে ৫ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট।
এরপর নাটকীয় ধস থামালেও প্রতিরোধ বেশিক্ষণ করতে পারলেন না তানভির ইসলাম ও জাকের আলি। মাহিশ থিকশানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন তানভির।
১৯ বলে ৫ রান করেন অভিষিক্ত স্পিনার। তার বিদায়ে ভাঙে ২০ রানের নবম উইকেট জুটি। ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। ১৫ রানে অপরাজিত জাকের আলি। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২৫ রান।
এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে ২৪৪ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।
একের পর এক সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। ১৬.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করা বাংলাদেশ, এরপর ২০.৫ ওভার তথা ২৫ বলের ব্যবধানে ৫ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট।
এরপর নাটকীয় ধস থামালেও প্রতিরোধ বেশিক্ষণ করতে পারলেন না তানভির ইসলাম ও জাকের আলি। মাহিশ থিকশানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন তানভির।
১৯ বলে ৫ রান করেন অভিষিক্ত স্পিনার। তার বিদায়ে ভাঙে ২০ রানের নবম উইকেট জুটি। ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। ১৫ রানে অপরাজিত জাকের আলি। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২৫ রান।
এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে ২৪৪ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।