ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৪১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৪১:৫৩ অপরাহ্ন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড
শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

সোমবার (১০ই মার্চ) বিকেলে উপজেলার ভোগাই নদীর গোবিন্দনগর ও ছয়আনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২০ ড্রেজার অপসারণ করা হয় ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়৷ সেই সাথে একটি মটরসাইকেল জব্দ করা হয়।  এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় ও ১০ টি বালুর মাচা ধ্বংস করা হয়৷

উপজেলা প্রশাসনের তথ্যমতে, ইজারা বহির্ভূত স্থান হতে বালু উত্তোলন করার কারনে এবং সাধারণ মানুষের বসতবাড়ি হুমকিতে ফেলার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০২৩ অনুসারে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশ, ব্যাটালিয়ন আনসারসহ ইউএনও ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

- পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর সংবাদদাতা

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ