নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৪১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৪১:৫৩ অপরাহ্ন
শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

সোমবার (১০ই মার্চ) বিকেলে উপজেলার ভোগাই নদীর গোবিন্দনগর ও ছয়আনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২০ ড্রেজার অপসারণ করা হয় ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়৷ সেই সাথে একটি মটরসাইকেল জব্দ করা হয়।  এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় ও ১০ টি বালুর মাচা ধ্বংস করা হয়৷

উপজেলা প্রশাসনের তথ্যমতে, ইজারা বহির্ভূত স্থান হতে বালু উত্তোলন করার কারনে এবং সাধারণ মানুষের বসতবাড়ি হুমকিতে ফেলার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০২৩ অনুসারে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশ, ব্যাটালিয়ন আনসারসহ ইউএনও ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

- পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর সংবাদদাতা

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।