ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন “বাংলাদেশের হিট অফিসার কী করছেন? হিট নিয়ন্ত্রণে “ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের নগদ অর্থ সহায়তায়: আ জ ম নাসির “স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা ঢাকা মতিঝিলে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

পরকীয়াই কাল হলো আজিজুলের,বন্ধুকে হত্যা করেন নেজাম

রাহাত মামুন
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই ট্রাকচালক আজিজুল হক (২২) ও মো. নেজাম ওরফে মিজান (২৬) দুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। আজিজের বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নে। সে ৭ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে। অভিযুক্ত নেজাম একই উপজেলার জঙ্গল পোমরা এলাকার সন্ধীপ নিবাসী নুরুল আলমের ছেলে।

উভয়ের বাড়িতে ঘনিষ্ঠ যাতায়াতের সুবাদে নেজামের স্ত্রীর সঙ্গে আজিজের পরকীয়ার সম্পর্কের ঝেরে একপর্যায়ে আজিজ নেজামের স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করে। এতে মনস্থ করে নেজাম তার বন্ধু আজিজকে হত্যা করে।

গ্রেফতারের পর রোববার (২৫ এপ্রিল) মো. নেজাম চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন বলে আদালত সূত্রে জানা গেছে।

নিজের বন্ধুর হত্যার বর্ণনা দিতে গিয়ে নেজাম আদালতের জবানবন্দিতে আরও বলেন, গত ২৫ মার্চ বালু আনার কথা বলে আজিজকে কৌশলে রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া এলাকার এক গহীন লোকচক্ষু আড়াল জায়গায় নিয়ে যান নেজাম। এরপর সেখানে ট্রাকের রেঞ্জ দিয়ে মাথায় আঘাত এবং ছুরিকাঘাতে আজিজকে হত্যা করেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, হত্যার পর নেজাম বন্ধুর মরদেহ পাহাড়ে লুকিয়ে রাখলেও পরদিন ২৬ মার্চ দিবাগত রাতে সে মরদেহটিকে কাঁধে করে রাঙ্গুনিয়া থানার চৌধুরী খিল নাজিম প্রফেসরের পাহাড়ের পাদদেশে একটি ডোবার পাশে একাই মৃতের জানাজা পড়েন। বন্ধুর হাত ধরে ক্ষমা চেয়ে কবর দেয়ার মতো করে ডোবার তলদেশে মরদেহটিকে পুঁতে ফেলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নিখোঁজ হন ট্রাকচালক আজিজুল হক (২২)। এ ঘটনায় আজিজের পরিবার রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরির সূত্রে তদন্তে একপর্যায়ে আজিজের ব্যবহৃত মোবাইলটি প্রযুক্তির সাহায্যে কক্সবাজারে ব্যবহৃত হচ্ছে বলে নিশ্চিত হয় পুলিশ।

জানা গেছে, ঘটনার ১৫ দিন পর সূত্র ধরে কক্সবাজার সদর এলাকা থেকে মোবাইল এবং রামু এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। অপহরণকাণ্ডে জড়িত সন্দেহে ওই এলাকার দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মো. নেজাম নামে আরেক যুবক জড়িতের কথা স্বীকার করে।

এরপর পুলিশ প্রযুক্তির সাহায্যে সন্দ্বীপে নেজামের অবস্থান শনাক্ত করে এবং শনিবার (২৪ এপ্রিল) সেখান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, নিজের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তার বন্ধু ট্রাকচালক আজিজকে হত্যা করে একটি ডোবায় মাটিচাপা দেন নেজাম।

পুলিশ জানায়, নেজামের জবানবন্দিতে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় রাঙ্গুনিয়া এলাকার একটি ডোবা থেকে আজিজের মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, ‘আজিজের ব্যবহৃত মোবাইলের সূত্র ধরেই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামি নেজামকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করে আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারের পর আজিজের অর্ধগলিত মরদেহ ময়না
তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

পুরো ঘটনা তদন্তে নেতৃত্ব দিয়েছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ‘প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এক মাসের নিরবচ্ছিন্ন তদন্তে আমরা কোনো ক্লু-লেস এই মামলার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। এছাড়া হত্যাকাণ্ডের মূল হোতা নেজামকে গ্রেফতার এবং তার দেয়া তথ্যমতে ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি-না তাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Tag :

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন

পরকীয়াই কাল হলো আজিজুলের,বন্ধুকে হত্যা করেন নেজাম

আপডেট টাইম ১০:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

রাহাত মামুন
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই ট্রাকচালক আজিজুল হক (২২) ও মো. নেজাম ওরফে মিজান (২৬) দুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। আজিজের বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নে। সে ৭ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে। অভিযুক্ত নেজাম একই উপজেলার জঙ্গল পোমরা এলাকার সন্ধীপ নিবাসী নুরুল আলমের ছেলে।

উভয়ের বাড়িতে ঘনিষ্ঠ যাতায়াতের সুবাদে নেজামের স্ত্রীর সঙ্গে আজিজের পরকীয়ার সম্পর্কের ঝেরে একপর্যায়ে আজিজ নেজামের স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করে। এতে মনস্থ করে নেজাম তার বন্ধু আজিজকে হত্যা করে।

গ্রেফতারের পর রোববার (২৫ এপ্রিল) মো. নেজাম চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন বলে আদালত সূত্রে জানা গেছে।

নিজের বন্ধুর হত্যার বর্ণনা দিতে গিয়ে নেজাম আদালতের জবানবন্দিতে আরও বলেন, গত ২৫ মার্চ বালু আনার কথা বলে আজিজকে কৌশলে রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া এলাকার এক গহীন লোকচক্ষু আড়াল জায়গায় নিয়ে যান নেজাম। এরপর সেখানে ট্রাকের রেঞ্জ দিয়ে মাথায় আঘাত এবং ছুরিকাঘাতে আজিজকে হত্যা করেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, হত্যার পর নেজাম বন্ধুর মরদেহ পাহাড়ে লুকিয়ে রাখলেও পরদিন ২৬ মার্চ দিবাগত রাতে সে মরদেহটিকে কাঁধে করে রাঙ্গুনিয়া থানার চৌধুরী খিল নাজিম প্রফেসরের পাহাড়ের পাদদেশে একটি ডোবার পাশে একাই মৃতের জানাজা পড়েন। বন্ধুর হাত ধরে ক্ষমা চেয়ে কবর দেয়ার মতো করে ডোবার তলদেশে মরদেহটিকে পুঁতে ফেলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নিখোঁজ হন ট্রাকচালক আজিজুল হক (২২)। এ ঘটনায় আজিজের পরিবার রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরির সূত্রে তদন্তে একপর্যায়ে আজিজের ব্যবহৃত মোবাইলটি প্রযুক্তির সাহায্যে কক্সবাজারে ব্যবহৃত হচ্ছে বলে নিশ্চিত হয় পুলিশ।

জানা গেছে, ঘটনার ১৫ দিন পর সূত্র ধরে কক্সবাজার সদর এলাকা থেকে মোবাইল এবং রামু এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। অপহরণকাণ্ডে জড়িত সন্দেহে ওই এলাকার দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মো. নেজাম নামে আরেক যুবক জড়িতের কথা স্বীকার করে।

এরপর পুলিশ প্রযুক্তির সাহায্যে সন্দ্বীপে নেজামের অবস্থান শনাক্ত করে এবং শনিবার (২৪ এপ্রিল) সেখান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, নিজের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তার বন্ধু ট্রাকচালক আজিজকে হত্যা করে একটি ডোবায় মাটিচাপা দেন নেজাম।

পুলিশ জানায়, নেজামের জবানবন্দিতে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় রাঙ্গুনিয়া এলাকার একটি ডোবা থেকে আজিজের মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, ‘আজিজের ব্যবহৃত মোবাইলের সূত্র ধরেই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামি নেজামকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করে আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারের পর আজিজের অর্ধগলিত মরদেহ ময়না
তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

পুরো ঘটনা তদন্তে নেতৃত্ব দিয়েছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ‘প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এক মাসের নিরবচ্ছিন্ন তদন্তে আমরা কোনো ক্লু-লেস এই মামলার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। এছাড়া হত্যাকাণ্ডের মূল হোতা নেজামকে গ্রেফতার এবং তার দেয়া তথ্যমতে ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি-না তাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।