অবশেষে খুলনার পাইকগাছার দেলুটির কালিনগরের ভেঙে যাওয়া বাঁধ মেরামত করেছেন এলাকাবাসী। পাঁচ দিন পর সোমবার (২৬ আগস্ট) এলাকার হাজার হাজার মানুষ নিজেদের চেষ্টায় বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেন।
এদিকে টানা ৫ দিন পানিবন্দি থাকায় চরম দুর্ভোগে আছেন দুর্গত এলাকার মানুষ।
পাইকগাছা হরিণখোলা গ্রামের অনিক গোলদার বলেন, রাতে দেখে এসেছি বাঁধ মেরামত করা হয়েছে। তবে এখনও পানিতে প্লাবিত আছে গ্রামের পর গ্রাম। এখানকার অসংখ্য মানুষের কাঁচা ঘর পানির চাপে ভেঙে গেছে। লবণ পানিতে তলিয়ে ঘের-বাড়ি, রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরহারা মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছেন। থাকার জায়গা না থাকায় রাস্তায় কোনো রকমে থাকছেন মানুষ। পলিথিন বা তাবুও নেই। পরনের কাপড়ের সংকট। এছাড়া মানুষের খাবার সংকট তো আছেই। অনেকে ত্রাণ হিসেবে শুকনো খাবার দিচ্ছেন৷ শিশু ও বৃদ্ধরা তা খেয়ে থাকতে পারছেন না। সবমিলিয়ে তারা অনেক দুর্ভোগে আছেন।
এদিকে টানা ৫ দিন পানিবন্দি থাকায় চরম দুর্ভোগে আছেন দুর্গত এলাকার মানুষ।
পাইকগাছা হরিণখোলা গ্রামের অনিক গোলদার বলেন, রাতে দেখে এসেছি বাঁধ মেরামত করা হয়েছে। তবে এখনও পানিতে প্লাবিত আছে গ্রামের পর গ্রাম। এখানকার অসংখ্য মানুষের কাঁচা ঘর পানির চাপে ভেঙে গেছে। লবণ পানিতে তলিয়ে ঘের-বাড়ি, রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরহারা মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছেন। থাকার জায়গা না থাকায় রাস্তায় কোনো রকমে থাকছেন মানুষ। পলিথিন বা তাবুও নেই। পরনের কাপড়ের সংকট। এছাড়া মানুষের খাবার সংকট তো আছেই। অনেকে ত্রাণ হিসেবে শুকনো খাবার দিচ্ছেন৷ শিশু ও বৃদ্ধরা তা খেয়ে থাকতে পারছেন না। সবমিলিয়ে তারা অনেক দুর্ভোগে আছেন।