প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয়: ফয়জুল করীম

আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১১:৫০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১১:৫০:১৮ পূর্বাহ্ন
প্রতিবছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তলিয়ে দেয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এর স্থায়ী সমাধান দরকার উল্লেখ করে তিনি বলেন, তবে অস্থির হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে।


মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে কুমিল্লায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও হাদিয়া বিতরণ করতে গিয়ে মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন। এসময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাংলাদেশের উওপর দিয়ে বাদ দিতে যা করার দরকার দেশের মানুষ তা করতে প্রস্তত আছে। বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেওয়া হলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেওয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না। বরং ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।