সংসার নাকি ক্যারিয়ার কোনটি বেছে নেবেন ঐশ্বরিয়া?

আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১২:০৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১২:০৬:৩৪ অপরাহ্ন
কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাইকে নিয়ে আলোচনা চলছে। তার কারণ বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের কথা। যদিও কিছুদিন আগে অভিষেক এ বিষয়ে মৌনতা ভেঙেছেন।


তারকাদের জীবন নিয়ে অনেক কিছু হয়, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু ঐশ্বরিয়া, যিনি নিজে একজন বিশ্ব সুন্দরী, যার ক্যারিয়ারে রয়েছে একাধিক সফল ছবি, তাকেও শাশুড়ি ও ননদের রোষানলে পড়তে হয়েছে– এমনটিই বলছিলেন ভক্তরা।

অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয় ২০০৭ সালে। তাদের একটি ১৩ বছরের মেয়েও রয়েছে। এখন বেশিরভাগ সময় মেয়েকে সঙ্গে নিয়েই ঐশ্বরিয়াকে দেখা যায়। কিছুদিন আগেই মনিরত্নমের পিএস ২ সিনেমাতে তাকে দেখা গিয়েছিল। কিন্তু আম্বানিদের বিয়েবাড়িতে, যখন গোটা পরিবারের সঙ্গে নয়, বরং একা গেলেন ঐশ্বরিয়া, তখন আলোচনা আরও বেশি করে শুরু হলো। অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি মা হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।