বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখাবে দেশের যেসব চ্যানেল

আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:১১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১২:১৩:৫৮ অপরাহ্ন
লম্বা বিরতির পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাওয়ালপিন্ডি টেস্ট দিয়েই মাঠে নামছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি।

দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশে দেখাবে দুই বেসরকারি টিভি চ্যানেল। টি স্পোর্টস ও জিটিভির পর্দায় দেখা যাবে শান্ত-সাকিবদের ম্যাচ। ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে দুই গণমাধ্যম।

পাকিস্তান ইতোমধ্যে প্রথম টেস্টের একাদশই প্রকাশ করে ফেলেছে। শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের দলে আছেন আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ।

 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।