ভারত থেকে ফিরেই গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:৩৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১০:৩৮:৩৩ অপরাহ্ন

মাতৃভূমির খবর ● কুমিল্লা ● ১ আগস্ট ২০২৫

 

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ আগস্ট) ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

চারটি মামলার আসামি

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার আসামি ছিলেন রাফি। তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। শুক্রবার ভোররাতে সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

 

অস্থিরতা তৈরির অভিযোগ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হঠাৎ মিছিল করে জনমনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে রাফির বিরুদ্ধে। এসব ঘটনায়ও তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

আদালতে প্রেরণ

ওসি মো. আব্দুল্লাহ আরও জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে ছাত্রলীগ নেতা রাফিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।