মেহেরপুরে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ও এক সহযোগী আটক

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৫১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৫১:৩১ অপরাহ্ন

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ও তাদের এক সহযোগীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন— হাফিজুর রহমান (৫০), তার স্ত্রী চায়না খাতুন (৪৫) এবং একই গ্রামের চাঁদ আলী (৩৮)। হাফিজুর দক্ষিণ শালিকা গ্রামের গোলাম শেখের ছেলে, আর চাঁদ আলী ওজুদুল ঘটকের ছেলে।

 

জেলা ডিএনসির পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, হাফিজুর রহমান ও তার স্ত্রী নিজ বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত করে রেখেছেন। একই সময়ে চাঁদ আলী কোমরে লুঙ্গির ভেতর ফেনসিডিল বহন করছিলেন।

 

পরবর্তীতে ডিএনসির একটি বিশেষ দল চায়না খাতুনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে হাফিজুর ও তার স্ত্রীর কাছ থেকে ১৩০ বোতল এবং চাঁদ আলীর কাছ থেকে ১০ বোতল—সবমিলিয়ে মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিএনসির পরিদর্শক।

 

তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান জেলায় আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।”

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।