জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৪৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৪৮:৪০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়েছে। এ কারণে তাঁর হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা।

 

অস্ত্রোপচারটি পরিচালনা করবেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

 

শুক্রবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

 

তিনি বলেন, “প্রিয় রাহবারের সুস্থতার জন্য আমরা যেন আল্লাহর দরবারে নফল সালাত, রোজা ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।”

 

অধ্যাপক পরওয়ার বলেন, “আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং তাঁকে পূর্ণ সক্ষমতা দিয়ে দ্বীনের ময়দানে ফিরিয়ে আনার তাওফিক দেন, এই দোয়া আমরা করছি।”

 

তিনি জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও, চিকিৎসকেরা ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

 

পরবর্তীতে ৩০ জুলাই রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে তাঁর হার্টে চারটি ব্লক শনাক্ত হয়। তবে তিনি বর্তমানে স্থিতিশীল এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।

 

জামায়াতের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে। জুমার দিন দলীয় কর্মী ও দ্বীনি ভাইদের নিয়ে দোয়ার আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।