গণআন্দোলনের শক্তিই গণঅভ্যুত্থান এনেছে: টুকু

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৪২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৪২:৩৮ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “গত ১৬ বছরে দমন-পীড়ন ও দুঃশাসন দেশকে বিপর্যস্ত করলেও জনগণের আন্দোলন থেমে থাকেনি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলন একসময় গণঅভ্যুত্থানে রূপ নেয়।”

 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুরে শহীদ সোহানুর রহমান রঞ্জুর স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, “জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। শহীদ রঞ্জুর আত্মত্যাগ আমাদের আন্দোলনের শক্তি ও প্রেরণার উৎস। শহীদদের ত্যাগ কখনোই বৃথা যায় না।”

 

রঞ্জুর পরিবারের প্রতি সহমর্মতা জানিয়ে বিএনপি নেতা বলেন, “যে পরিবার প্রিয় সন্তান হারায়, সেই শূন্যতা কখনোই পূরণ হয় না। আমরা শহীদ পরিবারের পাশে আছি এবং থাকব। তবে পিতৃস্নেহ বা ভ্রাতৃত্বের মমতা ফিরে পাওয়া যায় না।”

 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, যুগ্ম সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহিদ আলম, ইমরুল কায়েস প্রেম, স্বেচ্ছাসেবক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পেছনের ঘটনা:

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট, স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে ছাত্র-জনতার একটি মিছিল সিরাজগঞ্জ শহরে প্রবেশ করলে এসএস রোডে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তারই স্মরণে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।