বলিউড বাদশাহ শাহরুখ খানের পরবর্তী সিনেমার নাম ‘কিং’। মাস খানেক আগেই জানা গিয়েছিল, নির্মাতা সুজয় ঘোষের পরবর্তী এই সিনেমাতেই দেখা যাবে কিং খানকে। সঙ্গে থাকবেন নায়কের মেয়ে সুহানা খানও।
এবার শাহরুখ নিজেই মুখ খুললেন নতুন সিনেমা নিয়ে। জানালেন, অ্যাকশন নাকি রোমান্টিক- কোন ঘরনার গল্পের ছবি হবে এটি।
সদ্যই লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান। এরপরই তিনি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সিনেমার আপডেট দেন।
জানান, বর্তমানে এই ছবি আন্ডার প্রোডাকশনে রয়েছে। পাশাপাশি এটাও জানালেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি। যা সবাই উপভোগ করতে পারবে।
এবার শাহরুখ নিজেই মুখ খুললেন নতুন সিনেমা নিয়ে। জানালেন, অ্যাকশন নাকি রোমান্টিক- কোন ঘরনার গল্পের ছবি হবে এটি।
সদ্যই লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান। এরপরই তিনি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সিনেমার আপডেট দেন।
জানান, বর্তমানে এই ছবি আন্ডার প্রোডাকশনে রয়েছে। পাশাপাশি এটাও জানালেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি। যা সবাই উপভোগ করতে পারবে।