রোনালদোর চাওয়াতেই আল নাসেরে যোগ দিচ্ছেন সাবেক বার্সা তারকা

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৪০:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৪০:৩১ পূর্বাহ্ন
পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একসঙ্গে মাঠ মাতানো জোয়াও ফেলিক্স এবার রোনালদোর পথ অনুসরণ করে যোগ দিচ্ছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। কিছুদিন আগে রোনালদো ও ফেলিক্স মিলে নেশন্স লিগের শিরোপা জয় করেছেন।

ফেলিক্সের ক্যারিয়ার শুরু হয়েছিল বেনফিকায় (২০১৮-১৯)। এরপর অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর চেলসি এবং বার্সেলোনায় ধারে খেলেছেন। পরবর্তীতে চেলসিতে স্থায়ী হলেও গত ফেব্রুয়ারিতে ধারে এসি মিলানে চলে যান তিনি।

ফেলিক্স আবার বেনফিকায় ফিরবেন এমন গুঞ্জন থাকলেও অবশেষে তিনি রোনালদোর মতোই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। রোনালদোর চাওয়াতেই পর্তুগিজ এই তারকাকে দল নিচ্ছে আল নাসের।এমনকি রোনালদো নিজে ফোন করে নাকি ফেলিক্সকে নাসেরে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

চেলসি থেকে ৩০ মিলিয়ন ইউরোতে আল নাসেরে যোগ দিতে যাচ্ছেন ফেলিক্স। পারফরম্যান্স বোনাসসহ অন্যান্য শর্তে ভবিষ্যতে এই অঙ্ক ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। ইতোমধ্যে মেডিক্যাল পরীক্ষা জন্য সৌদি আরবও নাকি পৌঁছেছেন ফেলিক্স।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।