গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:০০:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:০০:৩৪ পূর্বাহ্ন
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নাসির উদ্দিন মৃধা জর্জ (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে এসেছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।