৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নামছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১০:৩৭:৫৩ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজ চত্বরে এক শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

আয়োজক শিক্ষার্থীরা জানিয়েছেন, কর্মসূচিটি হবে সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ।, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান হবে অটল এবং দাবি আদায়ের ক্ষেত্রে আপসহীন থাকবে তারা। স্লোগান হিসেবে তারা বেছে নিয়েছে— ‘ভয় নয়, চাই ন্যায়বিচার’।

শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেছে, যার মূল বিষয়বস্তু হলো দুর্ঘটনার তথ্য প্রকাশ, দায়ীদের জবাবদিহি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের জন্য নিরাপদ ব্যবস্থা গ্রহণ। দাবিগুলো হলো-

১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।

২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

শিক্ষার্থীদের দাবি, দুঃখপ্রকাশ কিংবা বিবৃতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; তারা চায় ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতি যথাযথ সম্মান ও দ্রুত ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের জন্য কার্যকর প্রতিকার।

কলেজের এক শিক্ষার্থী হাসিব বিল্লাহ বলেন, এটা শুধু মাইলস্টোনের ব্যাপার নয়। রাজধানীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এমন বিপদের মুখে পড়তে পারে। আমাদের সহপাঠীরা মানসিকভাবে বিধ্বস্ত। আমরা একটি নিরাপদ শিক্ষাঙ্গন চাই।

শিক্ষার্থীরা দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে— তারা যেন এই দাবিগুলোর পক্ষে অবস্থান নেয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়। সে সময় সেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রাণহানির সংখ্যা ছিল ব্যাপক, যার বেশিরভাগই স্কুল পর্যায়ের শিক্ষার্থী।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।