ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ জামায়াতের

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৩:২৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৩:২৬:৫১ অপরাহ্ন
নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুগল ম্যাপের ছবি পোস্ট করে এ দুঃখ প্রকাশ করা হয়। 

শনিবার (১৯ জুলাই) পেইজে দেওয়া ওই পোস্টে বলা হয়, সুপ্রিয় নগরবাসী, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে ম্যাপটি সংযুক্ত করা হলো।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে ঢাকায়। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন দলটির বহু নেতা-কর্মী ও সমর্থক। এতে সকাল থেকেই ঢাকায় ভয়াবহ যানজট শুরু হয়। কিছু সড়কে যান চলাচলে ছিল ধীরগতি। বহু মানুষ গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন। 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।