বাস-ট্রেন-লঞ্চ-মেট্রোতে সমাবেশে আসছেন জামায়াতের নেতাকর্মীরা

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১০:২৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১০:২৭:৪৭ পূর্বাহ্ন
জামায়াতে ইসলামীর সমাবেশ দুপুর ২টার পর শুরুর কথা থাকলেও শনিবার ভোর থেকে নেতাকর্মীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। তারা দূরের যাত্রীরা বাস ট্রেন লঞ্চযোগে ঢাকায় আসছেন। আর ঢাকার যাত্রীরা ব্যবহার করছেন মেট্রোরেল।

সকাল থেকে মেট্রোরেলে জামায়াত নেতাকর্মীদের আধিক্য দেখা যাচ্ছে। তারা খণ্ড খণ্ড মিছিলে স্লোগান দিয়ে সভাসস্থালে প্রবেশ করছেন।

সাত দফা দাবিতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের এই জাতীয় সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বেলা ২টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

আরও পড়ুন
ফজরের আগেই পূর্ণ জামায়াতের সমাবেশস্থল

তবে সকাল থেকেই বক্তব্য রাখছেন জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা। নিয়মিত বিরতিতে চলছে দলীয় ও ইসলামীক সাংস্কৃতিক পরিবেশনা।

জামায়াত ছাড়াও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে অংশগ্রহণের কথা রয়েছে। জামায়াতের সাত দফা দাবি আলাদা আলাদা ব্যানার আকারে বড় করে সমাবেশ মঞ্চে তুলে ধরা হয়েছে।

এদিকে সমাবেশে অংশ নিতে রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন কয়েক শ নেতাকর্মী। তারা আগেভাগেই চলে আসেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।