গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৫:০০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৫:০০:২৫ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। গতকাল বুধবার এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

এ কমিটিকে গোপালগঞ্জের ঘটনাবলীর ব্যাপারে সাবলীল ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আগামী দু-সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড, সহিংসতা ও প্রাণহানির জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনার কথা পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করা হয়।

এদিকে, গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ হবে, সে তথ্য ছিল না।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি, সে বিষয়টি আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।’

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।