শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় এবং শেষ ম্যাচে দুর্দান্ত জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।

কলম্বোতে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ও কম রানের লড়াইয়ে, বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে আট উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে মাহেদি হাসান একাদশে ফিরে এসে তার দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন। তিনি একাই চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। টাইগারদের সুশৃঙ্খল বোলিং আক্রমণের মুখে, শ্রীলঙ্কা ডেথ ওভারে কিছুটা ঘুরে দাঁড়ালেও, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩২ রানেই থেমে যায়।

লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায় পেসার শরিফুল ইসলামের হাতে যিনি প্রথম ওভারেই ৬ রানে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান। এরপর মাহেদি হাসান বোলিংয়ে এসে কুশল পেরেরাকে শূন্য রানে আউট করেন এবং মিডল অর্ডারে দাপট দেখান। তিনি ৩৯ বলে ৪৬ রান করা নিশাঙ্কাকে আউট করেন, যিনি চারটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন।

১০.৩ ওভারে ৬৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে সফরকারীরা গভীর সংকটে পড়ে। পার্টটাইম স্পিনার শামীম হোসেন ১৫ বলে ২১ রান করে পাল্টা আক্রমণের হুমকি দেওয়া কামিন্দু মেন্ডিসকে আউট করে শ্রীলঙ্কার আশা ভঙ্গ করেন।

শ্রীলঙ্কার ইনিংস পরবর্তীতে কিছুটা পুনরুজ্জীবিত করেন প্রাক্তন অধিনায়ক দাসুন শানাকা, যিনি ২৫ বলে অপরাজিত ৩৫ রান (৪টি চার, ২টি ছক্কা) করে দলের স্কোরকে ১৩০ এর উপরে নিয়ে যেতে সাহায্য করেন। তবে, শেষ ওভারটি বাংলাদেশের জন্য কিছুটা ব্যয়বহুল প্রমাণিত হয়, কারণ শরিফুল এই ওভারে ২২ রান খরচ করে কিছুটা ক্ষতি পুষিয়ে দেন। প্রথম উইকেট নিলেও, শরিফুল ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট নিয়ে তার স্পেল শেষ করেন। ম্যাচের সেরা বোলার মাহেদী হাসান ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান।

মুস্তাফিজুর রহমান বরাবরের মতোই মিতব্যয়ী ছিলেন, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। লেগ-স্পিনার রিশাদ হোসেন (৪-০-২০-০) এবং পেসার তানজিম হাসান সাকিব (৪-০-২৩-০) পুরো ইনিংসে চাপ বজায় রাখতে সফল হন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।