
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। মুজিববাদ আওয়ামী লীগ একটি জঙ্গী গোষ্ঠী এই হামলার মাধ্যমে এবার প্রমাণ করেছে।
বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব ছিল। এটি প্রশাসনের চরম ব্যর্থতা। প্রশাসন শেষের দিকে এসে যেভাবে দায়িত্ব পালন করেছে, এমন দায়িত্ব প্রথম দিক পালন করলে এমন ঘটনা ঘটত না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ।
বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব ছিল। এটি প্রশাসনের চরম ব্যর্থতা। প্রশাসন শেষের দিকে এসে যেভাবে দায়িত্ব পালন করেছে, এমন দায়িত্ব প্রথম দিক পালন করলে এমন ঘটনা ঘটত না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ।