
বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
ফেসবুকে লাইভে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় যারা বাংলাদেশি আমাদের শ্রমিক ভাই-বোনরা আছেন, তাদের জন্য মালয়েশিয়ান সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে।
‘গত মে মাসে আমরা যখন মালয়েশিয়া সফর করি, তখন মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ও প্রতিনিধি দলের বৈঠক হয়েছিল। আমরা শক্তভাবে বলেছিলাম, অন্য কোনো দেশের শ্রমিককে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় না। অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদের দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। উনি অবাক হয়েছিলেন এবং বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্য আছে। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন। আমরা অপেক্ষা করছিলাম, যোগাযোগ রেখেছি।’
মালয়েশিয়ার ব্যাপারে আরও কিছু সুখবর শিগগির দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ নজরুল। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় আছে। সামনে মাসে বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে।
এদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার এ উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দফতরগুলোতে এরইমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
ফেসবুকে লাইভে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় যারা বাংলাদেশি আমাদের শ্রমিক ভাই-বোনরা আছেন, তাদের জন্য মালয়েশিয়ান সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে।
‘গত মে মাসে আমরা যখন মালয়েশিয়া সফর করি, তখন মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ও প্রতিনিধি দলের বৈঠক হয়েছিল। আমরা শক্তভাবে বলেছিলাম, অন্য কোনো দেশের শ্রমিককে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় না। অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদের দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। উনি অবাক হয়েছিলেন এবং বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্য আছে। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন। আমরা অপেক্ষা করছিলাম, যোগাযোগ রেখেছি।’
মালয়েশিয়ার ব্যাপারে আরও কিছু সুখবর শিগগির দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ নজরুল। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় আছে। সামনে মাসে বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে।
এদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার এ উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দফতরগুলোতে এরইমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।