
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা না থাকায় অধিকাংশ ভোটার মনে করেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না। এ ভোট দিতে না যাওয়ার বিষয়টি সরকারের ভোটের আয়োজনের ক্ষেত্রে উদ্বেগজনক ফলাফল।
মঙ্গলবার (৮ জুলাই) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, সম্প্রতি আমার ইউটউব চ্যানেলে এক জরিপে দেখতে পেয়েছি, দেশের ৭১ শতাংশ ভোটারই মনে করেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না। ভোট যেভাবে হচ্ছে, তাতে এই ভোটিং সিস্টেমের ওপর ভোটারদের আস্থা নেই। অনেকে হয়তো আওয়ামী লীগের প্রার্থী পাবে না বলে ভোট দিতে যাবেন না। অনেকে মনে করবেন আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প প্রার্থী নেই, তাই ভোট দিতে যাব না। যারা ভোটের আয়োজন করছেন, তাদের জন্য এটা এলার্মিং রেজাল্ট।
অনেকে বলবেন এই চ্যানেলে সব আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে, আমি অস্বীকার করি না। বিএনপি, জামায়াত বা এনসিপির লোকজনকে এই চ্যানেলে ভোট দিতে নিষেধ করিনি। যে কেউ দিতে পারেন, আপনিও দিতে পারেন, এটা উন্মুক্তই ছিল। সরাসরি একজন লোকের কাছে গেলে হয়তো সে কথা বলতে দ্বিধাবোধ করবে, সে হয়তো ভাববে আমি কোনো ঝামেলায় পড়তে পারি। আমার এখানে কোনো ঝামেলা নাই, সবাই গোপন ব্যালেটের মতো করে ভোট দিতে পেরেছে––শুধু ক্লিক করলেই হলো। তাই এই জরিপটা একটা নির্ভেজাল জরিপ মনে করি।
মাসুদ কামাল বলেন, সরকারকে ভাবতে হবে কেন মানুষ ভোট দিতে আসতে চাইছে না। আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণ কোথায়? আপনারা একটা বড় নির্বাচন করতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেছেন–– তিনি দেশের জনগণকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন। যে ভোটে ৭১ শতাংশ ভোটারই ভোট দিতে যেতে চায় না, সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কীভাবে হবে? এ সমস্ত দিকগুলো বিবেচনায় নিয়ে সরকার আগামী নির্বাচনে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি।
মঙ্গলবার (৮ জুলাই) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, সম্প্রতি আমার ইউটউব চ্যানেলে এক জরিপে দেখতে পেয়েছি, দেশের ৭১ শতাংশ ভোটারই মনে করেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না। ভোট যেভাবে হচ্ছে, তাতে এই ভোটিং সিস্টেমের ওপর ভোটারদের আস্থা নেই। অনেকে হয়তো আওয়ামী লীগের প্রার্থী পাবে না বলে ভোট দিতে যাবেন না। অনেকে মনে করবেন আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প প্রার্থী নেই, তাই ভোট দিতে যাব না। যারা ভোটের আয়োজন করছেন, তাদের জন্য এটা এলার্মিং রেজাল্ট।
অনেকে বলবেন এই চ্যানেলে সব আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে, আমি অস্বীকার করি না। বিএনপি, জামায়াত বা এনসিপির লোকজনকে এই চ্যানেলে ভোট দিতে নিষেধ করিনি। যে কেউ দিতে পারেন, আপনিও দিতে পারেন, এটা উন্মুক্তই ছিল। সরাসরি একজন লোকের কাছে গেলে হয়তো সে কথা বলতে দ্বিধাবোধ করবে, সে হয়তো ভাববে আমি কোনো ঝামেলায় পড়তে পারি। আমার এখানে কোনো ঝামেলা নাই, সবাই গোপন ব্যালেটের মতো করে ভোট দিতে পেরেছে––শুধু ক্লিক করলেই হলো। তাই এই জরিপটা একটা নির্ভেজাল জরিপ মনে করি।
মাসুদ কামাল বলেন, সরকারকে ভাবতে হবে কেন মানুষ ভোট দিতে আসতে চাইছে না। আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণ কোথায়? আপনারা একটা বড় নির্বাচন করতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেছেন–– তিনি দেশের জনগণকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন। যে ভোটে ৭১ শতাংশ ভোটারই ভোট দিতে যেতে চায় না, সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কীভাবে হবে? এ সমস্ত দিকগুলো বিবেচনায় নিয়ে সরকার আগামী নির্বাচনে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি।