টেক্সাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৮২

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১০:০৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১০:০৪:৩৩ পূর্বাহ্ন
আমেরিকার দক্ষিণাঞ্চলীয় টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি আকস্মিকভাবে ব্যাপক বৃদ্ধির কারণে রাজ্যটির মধ্যাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ৮২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এ ছাড়া স্থানীয় সময় রোববার (৬ জুলাই) পর্যন্ত নদীটির পাশে স্বাধীনতা দিবস উদযাপনে জন্য তৈরি ক্যাম্প থেকে নিখোঁজ ২৭ জন মেয়ের মধ্যে এখনও ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন রাজ্য প্রশাসন।

স্থানীয় কের কাউন্টি শেরিফের অফিস রোববার ( ৬ জুলাই) এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।

বন্যা কবলিত অঞ্চলের শেরিফ ল্যারি লেইথা বলেন, আমরা শুধু কের কাউন্টিতেই ৬৮ জন মৃত ব্যক্তিকে উদ্ধার করেছি। মৃতদের মধ্যে ৪০ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু রয়েছে। গুয়াদালুপে নদীর পার্শ্ববর্তী একটি এলাকায় আকস্মিক ঝড়সহ ১৫ ইঞ্চি বৃষ্টিপাতের পর ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গাছে ধরে টিকে ছিলেন।

ক্যাম্পে ও ছুটি কাটাতে এসে নিখোঁজ এবং হদিস না থাকা বাসিন্দাদের খুঁজে বের করতে উদ্ধারকারীদের প্রাণান্তকর চেষ্টা করছেন বলে জানান শেরিফ কর্মকর্তা।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নদীতে এসেছিলেন অজ্ঞাতসংখ্যক দর্শনার্থী।

তিনি জানান, নদীর তীরে তাঁবু কিংবা ভাড়া বাসায় কতজন ছিলেন, সে বিষয়ে তথ্য নেই তাদের কাছে।

প্যাট্রিকের মতে, বন্যার সময় ক্যাম্প মিস্টিকে ৭০০ মেয়ে ছিল। নদীর পানি আকস্মিক ২৯ ফুট বাড়ায় নিখোঁজ হন অনেকে। তাদের মধ্যে ক্যাম্প মিস্টিকে আসা লোকজন রয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ কম বয়সী মেয়ে।

এ কর্মকর্তা আরও জানান, তারা ঘণ্টায় ৩০৪ দশমিক ৮ মিলিমিটার বা তার বেশি পরিমাণ বৃষ্টিপাতের তথ্য পেয়েছেন।

নদীতে সাঁতারুর পাশাপাশি ১২টি ড্রোন ও ১৪টি হেলিকপ্টার এবং নানা ইউনিটের শত শত ব্যক্তি উদ্ধারকাজে সহায়তা করছেন বলে জানান প্যাট্রিক।

হিল কান্ট্রিতে টানা প্রবল বর্ষণ ও বন্যার মধ্যে শুক্রবার পশ্চিমাঞ্চলীয় পাঁচটি কাউন্টির জন্য আকস্মিক বন্যার জরুরি সতর্কবার্তা দেয় টেক্সাস।

আমেরিকার আবহাওয়া দফতর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানায়, টেক্সাসের উত্তরপশ্চিমাঞ্চলীয় ব্যানডেরা কাউন্টি, মধ্যাঞ্চলীয় কের কাউন্টি, উত্তরপূর্বাঞ্চলীয় টম গ্রিন কাউন্টি, পূর্বমধ্যাঞ্চলীয় কের কাউন্টি এবং পশ্চিম-মধ্যাঞ্চলীয় কেন্ডাল কাউন্টিতে ১২৭ থেকে ২৭৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।