ইসরায়েলে পালটা হামলা চালিয়েছে হুথিরা

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১০:০০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১০:০০:৪৫ পূর্বাহ্ন
ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার গভীর রাতে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ হামলা চালায় হুতিরা।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) ভোরে এ হামলার কথা নিশ্চিত করেছে বলে জানায় দেশটির অন্যতম প্রধান সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

আইডিএফ জানায়, প্রায় ৩০ মিনিট আগে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে; তবে সফল হয়েছে কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য দিতে পারেনি দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম।
 
এর আগে, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর কথা জানায় আইডিএফ। 

রোববার (৬ জুলাই) ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ওই হামলায় তেল আবিবে অবস্থিত প্রধান বিমানবন্দরটি দুই ঘণ্টার মতো সময় বন্ধ ছিল।
 
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুথিরা ইঙ্গো-মার্কিন জোট ও ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে। সশস্ত্র এ গোষ্ঠীটি বহু বছর ধরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণে রেখেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।